আগামী ২৮ এপ্রিল থেকে স্কুল খোলার সিদ্ধান্তের সমালোচনা করে বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘তীব্র তাপপ্রবাহের কারণে রাস্তাঘাট এত উত্তপ্ত হয়ে ওঠে যে, মানুষ বাসা থেকে কম বের হচ্ছে। এর মধ্যেই স্কুল-কলেজ-মাদ্রাসা খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্কুলের কোমলমতি শিশুদের সরকার আগুনের মধ্যে পুড়িয়ে মারতে চাচ্ছে।’
গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর ফকিরাপুল বাজারে বিএনপির উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে খাবার পানি ও স্যালাইন বিতরণকালে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘আমরা পাকিস্তান আমলেও গ্রীষ্মকালীন ছুটি কাটাতাম। অথচ এ সরকার রমজান মাস একটি ইবাদতের মাস, সেই মাসেও ১৫ দিন স্কুল খোলা রেখেছিল। সাধারণত স্কুল দুদিন ছুটি থাকে। সেখানে শনিবারও স্কুল খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একটা গণদুশমন সরকার না হলে এটা করত না। একটা গণবিরোধী সরকার না হলে এই নীতি গ্রহণ করত না।’
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, যুবদলের মেহেবুব মাসুম শান্ত, ওমর ফারুক কায়সার প্রমুখ।