নিজস্ব প্রতিনিধি,রামুঃ
রামু উপজেলার সদর ফতেখাঁরকুল ইউনিয়নবাসীর উদ্যোগে আয়োজিত জাতীয় সংসদের হুইপ সাইমুম সরওয়ার কমল এমপির গনসংবর্ধনায় প্রায় তিন হাজারের অধিক নেতাকর্মী নিয়ে বিশাল মিছিল সহকারে অংশগ্রহণ করেছে রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগ।
২৫ এপ্রিল বৃহস্পতিবার বিকালে রামু উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার থেকে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তপন মল্লিক ও সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিকের নেতৃত্বে ১১ ইউনিয়নের দুই হাজারের অধিক নেতাকর্মী নিয়ে বিশাল মিছিল সহকারে রামু চৌমহনী স্টেশনে আয়োজিত গনসংবর্ধনা সভায় যোগদান করেন তারা।
মিছিল পুর্ববর্তী সংক্ষিপ্ত সভায় জাতীয় সংসদের হুইপ সাইমুম সরওয়ার কমল এমপির ব্যক্তিগত সহকারি, রামু উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক আবু বক্কর ছিদ্দিক বলেন..দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছন। তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাদের নেতা সাইমুম সরওয়ার কমল এমপিকে মহান জাতীয় সংসদের হুইপ নির্বাচিত করেছেন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং রামু উপজেলার এগার ইউনিয়নের আমার স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা উপস্থিত থেকে আজকের পোগ্রাম সফল করেছেন তাদের প্রতি আমি এবং আমার সভাপতি আজীবন কৃতজ্ঞ।
উল্লেখ্য রামু উপজেলা স্বেচ্ছাসেবকলীগ একটি মডেল ও পরিচ্ছন্ন টিম হিসাবে রামুতে ইতিমধ্যে সুখ্যাতি অর্জন করেছে,আস্থা অর্জন করেছে সমাজের সকল মানুষের, তারা সর্বদা সমাজের অসহায় মানুষের পাশে দাড়িঁয়েছে সকল দুর্যোগে,তারা কেন্দ্রীয় এবং জাতীয় সকল কর্মসূচি উৎসবমুখর পরিবেশে পালন করে থাকেন।