দৈনিক কক্সবাজার পোস্ট
ঢাকারবিবার , ৪ ফেব্রুয়ারি ২০২৪
  1. অভিযোগ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. আরও
  5. কক্সবাজার
  6. কৃষি সংবাদ
  7. খেলা-ধুলা
  8. গণমাধ্যম
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম
  14. ফিচার
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

জাবিতে সংঘবদ্ধ ধর্ষণ, প্রতিবাদে ঢাবিতে মানববন্ধন

admin
ফেব্রুয়ারি ৪, ২০২৪ ৯:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। রবিবার (৪ জানুয়ারি) অভিযুক্তদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে তারা।

বিশ্ববিদ্যালয়েল সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী অদিতি ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় হলো একটি জাতির আশা আকাঙ্ক্ষার জায়গা। কিন্তু বিশ্ববিদ্যালয়ের মতো এমন এক জায়গায় এমন ঘটনা পুরো দেশের জন্য লজ্জাজনক। এখন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর এমন অবস্থা যে সেখানে সেখানে মানুষণ হওয়ার কোনো উপাদান সেখানে নাই। ফলে দেখা যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো একটা শিক্ষাপ্রতিষ্ঠানে আজ গণধর্ষণের মতো ঘটনা ঘটছে। এটা পুরো শিক্ষার্থী সমাজের জন্য লজ্জাজনক।

বাংলা বিভগের শিক্ষার্থী মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বলেন, একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনীরা রাজাকারের সহযোগিতায় আমাদের মা-বোনদের ধর্ষণ করে। আমরা সেই একাত্তরের প্রতিরূপ জাহাঙ্গীরনগরের এই ঘটনায় দেখতে পাই। একটা স্বাধীন দেশে এমনটা কখনও হতে পারে না। আমরা জেনেছি, ওই হলের প্রভোস্ট ওই ধর্ষককে পালিয়ে যেতে সাহায্য করেছিল। যেই শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্ব ছিলো তাদের শিক্ষার্থীদের নৈতিকতা শিক্ষা দেওয়া সেই শিক্ষা প্রতিষ্ঠান আজ ধর্ষকের জন্ম দিচ্ছে। প্রশসানের জবাবদিহিতার অভাবই এর জন্য দায়ী।

শনিবার দিবাগত রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক দম্পতিকে ডেকে এনে স্বামীকে আবাসিক হলে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতাসহ দুজনের বিরুদ্ধে। এ ঘটনায় ওই নেতাকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। ধর্ষণের ঘটনার চারজনকে আটক করেছে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

কেনাকাটার আনন্দ ঈদ অফারে