অভিনেত্রী হিসেবে জয়া আহসানের দুই দশকের বেশি সময়ের পথচলা। শুরুতে নাটকে অভিনয় করে তিনি পরিচিতি পান। পরে সিনেমায় অভিনয় শুরু করেন। নূরুল আলম আতিক পরিচালিত ‘ডুবসাঁতার’ দিয়ে নাম লেখান বড় পর্দায়। অভিনয়ের স্বীকৃতি হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। ভারতেও তাঁর এক দশকের বেশি সময়ের ক্যারিয়ার।
আজ জয়া আহসানকে নিয়ে এত আলোচনার হেতু তাঁর সাম্প্রতিক সময়ে কিছু সাক্ষাৎকার। যেখানে তিনি ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছেন। জানিয়েছেন বিয়ে ও বিচ্ছেদ নিয়ে তাঁর মত।
সম্প্রতি দেশের বেসরকারি গণমাধ্যম চ্যানেল টোয়েন্টিফোরকে দেওয়া এক সাক্ষাৎকারে আবারও বিয়ে প্রসঙ্গে কথা বলেছেন অভিনেত্রী। জয়া বলেন, ‘বর্তমান জীবন খুবই এনজয় করছি। দেখুন, পরিবার তো শুধু স্বামী-স্ত্রীকেই ঘিরে নয়, অথবা পার্টনার হলেই হয় না, পরিবারে আরও অনেকেই আছে। পরিবারে মা-বাবা আছেন, আমার বাড়িতে যেসব লোক কাজ করেন, তাঁরা আছেন। চারপেয়ে পোষ্য আছে। আমি খুবই এনজয় করি।’