চকরিয়া প্রতিনিধি ;;
“প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪” উপলক্ষ্যে চকরিয়া প্রাণিসম্পদ কার্যালয় প্রাঙ্গণে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার আয়োজন করা হয়।
প্রাণিসম্পদ অধিদপ্তরের বাস্তবায়নাধীন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজনে দিনব্যাপী এ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়। মেলায় সেবা ও পণ্য নিয়ে হাজির হয়েছিলেন প্রাণিসম্পদের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যাবসায়িক প্রতিষ্ঠান, বড় পর্যায়ের খামারী, ভেটেরিনারি ঔষধ কোম্পানি, প্রাণিসম্পদ সেবা সংস্থা, এবং দেশী ও আর্ন্তজাতিক বে-সরকারী উন্নয়ন সংস্থা। উক্ত প্রদর্শনী মেলায় অংশ নিয়েছিল ইউএসএআইডি এর অর্থায়নে আর্ন্তজাতিক বে-সরকারী উন্নয়ন সংস্থা এসিডিআই/ভোকা কর্তৃক বাস্তবায়িত “ফিড দ্য ফিউচার বাংলাদেশ লাইভস্টক এন্ড নিউট্রিশন এক্টিভিটি”। সংস্থাটি বৈচিত্রপূর্ণ দুধের তৈরী খাদ্য যেমন দই, মাঠা, পায়েস, মিষ্টি, ফিরনী, কাস্টার্ড, দুধ দিয়ে বানানো পাটিসাপটা পিঠা উপস্থাপন করে এবং আগত অতিথিদের বিশেষ দৃষ্টি আর্কষন করে। মেলায় উদ্যেক্তাগণ তাদের পণ্য বিক্রির পাশাপাশি দুগ্ধজাত পণ্য খাওয়ার স্বাস্থ্য উপকারিতা ও পণ্য প্রস্তুত প্রযুক্তি প্রদর্শন করেন। দুগ্ধজাত পণ্যের পাশাপাশি মাংস খাওয়ার গুরুত্ব বিষয়ে তথ্য, সেবা এবং প্রযুক্তি প্রদর্শন ও বিতরণ করে যা খামারী ও ভোক্তাদের মধ্যে ব্যাপক সাড়া তৈরী করতে সক্ষম হয়েছিল। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলা প্রাণি সম্পদ কার্যালয় প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন মেলার প্রধান অতিথি ও সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহীম (বীরপ্রতীক) ইব্রাহীম খান। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম এর এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ফজলুল করিম সাঈদী, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, চকরিয়া, মো. আলমগীর চৌধুরী, মেয়র, চকরিয়া পৌরসভা। উদ্বোধন শেষে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিরা। এসময় খামারীদের নানান দিকনির্দেশনা প্রদান করে সরকারের বিভিন্ন কর্মপরিকল্পনার কথা তুলে ধরেন তারা। স্টলগুলোতে প্রদর্শণ করা হয়েছিল দেশী ও শঙ্কর জাতের গাভী, বকনা ও ষাঁড় সেইসাথে ছিল ভেড়া, ছাগল, টার্কি, সোনালী ও দেশী মুরগি, রাজাহাস, চিনাহাস। উক্ত প্রাণি প্রর্দশণী স্টলগুলো থেকে মেলায় আগত উৎসাহী খামারী ও সাধারন মানুষদেরকে প্রাণিসম্পদ পালন বিষয়ক বিভিন্ন পরামর্শ ও তথ্য প্রদান করা হয়। স্টল পরিদর্শনে এসে প্রধান অতিথি দুগ্ধজাত পণ্য প্রদর্শণ ও বিপণনে বাজার সংযোগ এবং বাজার সম্প্রসারনের গুরুত্ব অনুধাবনপূর্বক স্থানীয় বাজারে নারীবান্ধব বিক্রয় কেন্দ্র স্থাপনের ব্যপারে সহযোগিতার আশ্বাস প্রদান করেন চকরিয়া-পেকুয়া আসনে নির্বাচিত সংসদ সদস্য জনাব মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহীম (বীরপ্রতীক)। অনুষ্ঠান সমাপনান্তে এসিডিআই/ভোকা‘র স্টলের পক্ষে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জনাব ডা. মোহাম্মদ আরিফউদ্দিন থেকে সম্মানসূচক ক্রেস্ট গ্রহন করেন সিনিয়র ফিল্ড কো-অর্ডিনেটর ডা. সঞ্জয় চন্দ্র ভট্টাচার্য এবং ফিল্ড কো-অর্ডিনেটর শিউলী চক্রবর্তি। এসময় প্রাণিসম্পদ সেবা সরবরাহকারী এবং উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।