আগামিকাল ৯ এপ্রিল ২০২৪ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে চৈত্র নবরাত্রি। আর ঠিক তার আগের দিন, অর্থাত্ আজ চৈত্র অমাবস্যায় হবে ২০২৪ সালের প্রথম সূর্যগ্রহণ। এর দিন ১৫ আগে দোল পূর্ণিমায় ছিল এই বছরের প্রথম চন্দ্রগ্রহণ। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ একটি অত্যন্ত বিরল মহাজাগতিক ঘটনা। সূর্যের আংশিক গ্রহণ ও বলয়গ্রাস গ্রহণ দেখা দেলেও পূর্ণগ্রাস গ্রহণ প্রায় হয় না বললেই চলে। ৫৪ বছর আগে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হয়েছিল। আবার এত বছর পর পুরোপুরি রাহুর গ্রাসে আজ ঢাকা পড়তে চলেছে সূর্য।
জ্যোতিষবিদরা ছাড়াও বিজ্ঞানীদের জন্যও আজকের পূর্ণগ্রাস সূর্যগ্রহণের আলাদা বৈশিষ্ট্য রয়েছে। কারণ আজ আকাশে তিনটি বিশেষ মহাজাগতিক দৃশ্য প্রত্যক্ষ করা যাবে। জ্যোতিষমতেই এই তিন মহাজাগতিক দৃশ্য বিশেষ মাহাত্ম্যপূর্ণ। দেখে নিন আজ পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সঙ্গে আর কী কী ঘটতে চলেছে।
আকাশে দেখা যাবে শুক্র ও বৃহস্পতি
আজ আকাশে বৃহস্পতি ও শুক্র গ্রহকে দেখা যাবে। পূর্ণগ্রাস সূর্যগ্রহণের ফলে আজ আকাশ থেকে পুরো ৮ মিনিটের জন্য হারিয়ে যাবে সূর্য। সেই সময় অন্ধকার আকাশে খালি চোখেই দেখা যাবে শুক্র ও বৃহস্পতিকে। এই দুই গ্রহ পৃথিবীর কাছাকাছি রয়েছে। তবে সাধারণ ভাবে এই দুই গ্রহকে সব সময় পৃথিবী থেকে খালি চোখে দেখা যায় না। তবে যে সব জায়গা থেকে গ্রহণ দেখা যাবে, সেই সব স্থান থেকে আজ খালি চোখে দিনের বেলায় এই দুই গ্রহকে দেখা যাবে। জ্যোতিষ অনুসারে শুক্র হল সুখ, সৌন্দর্য, প্রেম, ভালোবাসা, সম্পদ ও বিলাসিতার কারক গ্রহ। আবার দেবগুরু বৃহস্পতি জ্ঞান, সৌভাগ্য, ধন-সম্পদ, সন্তান, বিয়ে ও ধর্মীয় কাজকর্মের উপর প্রভাব বিস্তার করে থাকে।
আকাশ থেকে হারিয়ে যাবে সূর্য
আজ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ চলাকালীন আট মিনিটের জন্য আকাশ থেকে পুরোপুরি হারিয়ে যাবে সূর্য। এই সময় সূর্য চাঁদের ছায়ায় পুরোপুরি ঢাকা পড়ে যাবে। এর ফলে সূর্যের এক ফোঁটা কিরণ এই সময় পৃথিবীতে পৌঁছতে পারবে না। চাঁদের কাছাকাছি থাকায় গত ৫০ বছরের মধ্যে এটি হবে দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। তবে ভারত থেকে গ্রহণ দেখা যাবে না। তাই গ্রহণের সূতক কালও এখানে কার্যকরী নয়।
আকাশে জ্বলন্ত ধূমকেতু
আজ পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় আকাশে একটি ধূমকেতু দেখা যাবে। আগুনের বলের মতো এই ধূমকেতু গ্রহণের সময় সূর্যের খুব কাছ দিয়ে যাবে। এর ফলে তখন আকাশে খালি চোখেই ধূমকেতুটি লক্ষ্য করা যাবে।