দৈনিক কক্সবাজার পোস্ট
ঢাকামঙ্গলবার , ২ এপ্রিল ২০২৪
  1. অভিযোগ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. আরও
  5. কক্সবাজার
  6. কৃষি সংবাদ
  7. খেলা-ধুলা
  8. গণমাধ্যম
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম
  14. ফিচার
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ মুসলিম হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রীতি পরিষদ রামু উপজেলা শাখার ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

Kamrun Taniya
এপ্রিল ২, ২০২৪ ৪:৩৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি,রামু: বাংলাদেশ মুসলিম হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রীতি পরিষদ রামু উপজেলা শাখার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ মার্চ) রামু উপজেলা পরিষদের হিমছড়ি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী কর্মকর্তা মো: রাশেদুল ইসলাম। ইফতার ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন উপজেলা জামে মসজিদের খতিব ও বাংলাদেশ মুসলিম হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রীতি পরিষদ রামু উপজেলা শাখার সভাপতি মাওলানা নুরুল হাকিম। ইফতার ও দোয়া মাহফিলে বক্তারা বলেন,বাংলাদেশ সপ্রীতির দেশ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন এদেশে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান স্বাধীনভাবে ধর্ম পালন করে যাবে। সপ্রীতির দেশে ধর্ম যার যার রাষ্ট্র সবার। তাছাড়া সভায় গুজবে কান না দিতে সকলের প্রতি আহবান জানান এবং সামাজিক সচেতনতা গড়ে তুলতে সকলের প্রতি অনুরোধ জানান। বাংলাদেশ মুসলিম হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রীতি পরিষদ রামু উপজেলা শাখার সাধারন সম্পাদক দোলন ধর ও মাওলানা আবু বক্কর ছিদ্দিকের সঞ্চালনায় অন্যদের মধ্যে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রামু থানার অফিসার ইনচার্জ আবু তাহের দেওয়ান, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকতা নাছির উদ্দিন, সুজন রামুর সভাপতি মাষ্টার মোহাম্মদ আলম,রামু প্রেসক্লাব সভাপতি নীতিশ বড়ুয়া,ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুট্টো,বাংলাদেশ মুসলিম হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রীতি পরিষদ কক্সবাজারের সভাপতি ডক্টর নুরুল আবছার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রামুর আহবায়ক বাবু তপন মল্লিক,সমাজ কর্মী ও সোস্যাল এইড চেয়ারম্যান বাবু প্রসুন বড়ুয়া,এডভোকেট আব্দুর রহিম, শ্রী তাপসসেন ভিক্ষু,জেলা পেশাজীবি সম্প্রীতি পরিষদের সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ বক্তব্য রাখেন। বাংলাদেশ মুসলিম হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রীতি পরিষদের রামু উপজেলার ১১ ইউনিয়ন কমিটির সভাপতি সাধারণ সম্পাদকসহ বিভিন্ন ধর্মীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে পাঠ করেন আবুল কালাম সিদ্দিক, গীতা থেকে পাঠ করেন সজল ব্রাহ্মণ চৌধুরী,ত্রিপিটক পাঠ করেন করুনেশন ভিক্ষু ও পাস্টার সুশান্ত নাথ বাইবেল থেকে পাঠ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

কেনাকাটার আনন্দ ঈদ অফারে