নিজস্ব প্রতিবেদক :: গত ৩০ শে মার্চ (শনিবার) বিকাল ৪ টায় কক্সবাজার কলাতলী হোটেল মিশুক হলরুমে কক্সবাজারস্থ টেকনাফ ফোরামের সভাপতি অধ্যাপক সিরাজুল কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ব্যাংকার রফিকুল মোস্তফার সঞ্চালনায় ইফতার মাহফিলের আনুষ্ঠানিকতা শুরু হয়। শুভেচ্ছা বক্তব্য রাখেন- কক্সবাজারস্থ টেকনাফ ফোরামের যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক জসিম উদ্দিন চৌধুরী। সংগঠনের সার্বিক বিষয়ে বক্তব্য প্রদান করেন সাংগঠনিক সম্পাদক প্রভাষক এহ্সান উদ্দিন ও অর্থ সম্পাদক মোহাম্মদ আলী। প্রধান অতিথি হিসেবে কক্সবাজার জেলা যুবলীগের সাবেক সভাপতি সোহেল আহমদ বাহাদুর এবং বিশেষ অতিথি হিসেবে সংগঠনের উপদেষ্টা জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি অ্যাড. মাহবুবুর রহমান, অ্যাড. খালেক নওয়াজ এপিপি, হ্নীলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জালালুদ্দিন চৌধুরী, অধ্যাপক ফারুক আহমেদ, অধ্যাপক কবির ছিদ্দিকী ও আবছার উদ্দিন উপস্থিত ছিলেন। অতিথিগণ তাঁদের সংক্ষিপ্ত বক্তব্যে টেকনাফকে ইতিবাচকভাবে তুলে ধরার জন্য সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানিয়ে আগামীতে কক্সবাজার তথা গোটা বাংলাদেশে কক্সবাজারস্থ টেকনাফ ফোরাম একটি দৃষ্টান্তস্বরূপ সংগঠন হিসেবে কাজ করবে- এ আশা ব্যক্ত করেন। ইফতার পরবর্তী উন্মুক্ত আলোচনা সভায় সংগঠনের উপদেষ্টাদের পরামর্শে কক্সবাজারস্থ টেকনাফ ফোরামের পারিবারিক মিলনমেলা ২০২৪ সফল করার লক্ষ্যে এনজিও কর্মকর্তা জামাল সাদেককে আহ্বায়ক ও প্রভাষক জসিম উদ্দিন চৌধুরীকে সদস্য সচিব করে ১৩ সদস্যবিশিষ্ট একটি বাস্তবায়ন কমিটি গঠন করা হয়।