কক্সবাজার হোটেল এমপ্লয়িজ ইউনিয়নের দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন।
পর্যটন শিল্পের শহর কক্সবাজার। এই শহরে চার শতাধিক হোটেল মোটেল রয়েছে। এখানে ৩০/৪০ হাজার হোটেল শ্রমিকরা কাজ করে জীবিকা নির্বাহ করেন। কিন্তু এই শ্রমিকদের নিয়ে তেমন কোন শ্রমিক সংগঠন নেই।থাকলে এরা তেমন স্বক্রিয় নয়। তাই কক্সবাজার হোটেল এমপ্লয়িজ ইউনিয়ন হিসেবে একটি সংগঠন আবির্ভাব হয়েছে। আর কক্সবাজার হোটেল এমপ্লয়িজ ইউনিয়নের কার্যনির্বাহী সদস্যগন নিয়ে প্রথমবারের মত দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছেন কক্সবাজারের অভিজাত হোটেল বিচ ওয়ে সম্মেলন কক্ষে।উক্ত দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (কক্সবাজার জেলা শাখার)সভাপতি কলিম উল্লাহ ও পর্যটন ক্লাবের সভাপতি সুখেন্দু বড়ুয়া।উক্ত মাহফিলে আহবায়ক নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব রোকন আহমেদ রাকিবের সঞ্চালনায় অত্র কমিটির কার্যনির্বাহী সদস্যগন ও বিভিন্ন অতিথিগন ও উপস্থিত ছিলেন।ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত অনুষ্টিত হয়।