কক্সবাজারের একজন মেধাবী উদ্যোক্তা জনাব মোহাম্মদ নুরুল হুদার হাত ধরেই জেলায় যাত্রা শুরু করেছে “ইউনিয়ন হসপিটাল কক্সবাজার পাবলিক লিমিটেড কোম্পানি”।
তাঁর মেধা, দক্ষতা, পরিশ্রম, দূর্দিশতা এবং সততায় আকৃষ্ট হয়ে জেলার প্রথম এই পাবলিক লিমিটেড কোম্পানীটিতে ইনভেস্ট করেছেন ১৩৫জন ব্যক্তি। এরমধ্যে কোম্পানীতে ৬৬জন ডিরেক্টর; যারা প্রতিমাসে মিটিং করে কোম্পানী পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
নির্বাহী পরিষদের ১৪ জন সদস্য কোম্পানীর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেন।কোম্পানীর প্রতিটি লেনদেন যাচাই করেন চৌকষ অর্থ কমিটি। দক্ষ সিএ ফার্মের মাধ্যমে কোম্পানীর সবকিছু নিয়মিত অডিট করা হয়।জনাব নুরুল হুদার দক্ষ নেতৃত্বে ২০১৯ সালের নভেম্বরের ১ তারিখ যাত্রা শুরু করা ”ইউনিয়ন হসপিটাল কক্সবাজার পিএলসি” নামক বেসরকারী হসপিটালটি ইতোমধ্যে জেলায় সুনাম ও খ্যাতি কুড়িয়েছে।
সাধারণ স্বাস্থ্য সেবার পাশাপাশি যুক্ত হয়েছে কিডনী রোগীদের জন্য ডায়ালাইসিস এবং ক্যান্সার রোগীদের জন্য ক্যামো-থেরাপীর মতো বিশেষায়িত সেবা সমূহ; যা কক্সবাজারে আর কোথাও নেই।ইউনিয়ন হসপিটালে কর্মসংস্থান হয়েছে চার শতাধিক লোকবলের।জনাব মোহাম্মদ নুরুল হুদা ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কোম্পানীতে যথেষ্ট সুনামের সাথেই দায়িত্ব পালন করছেন। কোম্পানীও তাঁর নেতৃত্বে দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। কিন্তু কোম্পানীর বাইরের কিছু ষড়যন্ত্রকারী এই অগ্রযাত্রা কিছুতেই সহ্য করতে পারছেনা। তারা বিভিন্ন অপপ্রচার এবং ক্ষতি করে যাচ্ছে। এসব প্রতিরোধ করতে কোম্পানীর প্রত্যেকেই এখন ঐক্যবদ্ধ।
আমরা জানি, ইতোপূর্বে জনাব ,মোহাম্মদ নুরুল হুদা আরও দু’টি প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। ওই দু’টি প্রতিষ্ঠান থেকে তাঁকে ষড়যন্ত্র করে বের করে দেয়া হয়েছে। তিনি নতুন করে আবার তৃতীয় একটি প্রতিষ্ঠান গড়ে তুলেন এবং ঈর্ষনীয় সাফল্য লাভ করেন। কিন্তু ওই একই ষড়যন্ত্রকারীরা আবারও তাঁর বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে।
আমরা ওই মুনাফেকদের ষড়যন্ত্রে মোটেও বিচলিত নই। আমরা কোম্পানীকে সামনে এগিয়ে নিয়ে যেতে এবং ষড়যন্ত্রকারীদের রুখে দিতে ঐক্যবদ্ধ।জেলার প্রথম পাবলিক লিমিটেড কোম্পানী হিসেবে ইতিহাস সৃষ্টি করে যাত্রা শুরু করা ইউনিয়ন হসপিটাল কক্সবাজার পিএলসি গুটি কয়েক ষড়যন্ত্রকারীদের অপচেষ্টায় থেমে যাবে না; বরং কক্সবাজারের মানুষকে নতুন নতুন সেবা দিতে এগিয়ে যাবে দুর্বার গতিতে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।