একুশ আমার সাধনা।
কলমে- ছোটন ধর
একুশ আমার সাধনা একুশ আমার প্রাণ
একুশ আমার চেতনা বাংলার জয় গান।
প্রথম রক্ত দিয়েছি আমরা সেই বায়ান্ন সনে
সালাম,রফিক,বরকত তোমরা রবে এই মনে।।
বায়ান্ন তে আমরা তাদের হটিয়েছি প্রথম
একাত্তরে আবার তারা ধরলো চেপে পশম।।
মমত্বমাখা এই ভাষাটির কত মর্ম কথা
ইয়াহিয়া খান বলে দিল উর্দু রাষ্ট্র ভাষা।।
আমরা কারো গোলাম ছিলাম নাকি গোলাম আছি।
তাই গোলামী ব্যবহারের জবাব দিয়ে দিছি।।
ইয়াহিয়া কি জানতো আমাদের মনের দৃঢ়তা
তাইতো তাদের বুঝিয়ে দিলো সেই অবিসংবাদিত নেতা।।
এই দেশেতে নাদেরা,মোহসেনা যখন জন্ম নিল
উচিৎ শত্রু পক্ষের হিসাব করে কথা বলার ছিল।।
বীর বাঙ্গালি যেদিন থেকে হাটতে শিখেছে
সেইদিন থেকে কথা বলার সপ্ন দেখেছে।।
সপ্ন আমরা যেমন দেখেছি বাস্তবায়নও তাই
মিথ্যা সপ্ন নিয়ে আমরা কখনো ঘুমায় নাই।।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।