ওসমান গনি চৌধুরী, বিশেষ প্রতিনিধি
বাংলাদেশ আওয়ামীলীগের যুব ও ক্রীড়া উপ-কমিটির সদস্য হলেন আবদুল্লাহ আল মামুন নিশাত। শনিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি স্বাক্ষরিত ১৪০ সদস্যের এই উপ -কমিটি ঘোষণা করা হয়। আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপ-কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়েছে প্রবীন রাজনীতিবীদ মোজাফফর হোসেন পল্টুকে। কো-চেয়ারম্যান করা হয়েছে মো. হারুনুর রশিদকে এবং সদস্য সচিব মাশরাফী বিন মোর্তজাকে করা হয়েছে। আবদুল্লাহ আল মামুন নিশাত শেখ রাসেল জাতীয় কিশোর পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর শাখার সভাপতির দায়িত্বপালন করছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।