মোহাম্মদ সিরাজুল মনির কক্সবাজার থেকে ফিরে
কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা রেদোয়ান মোস্তফার অনিয়ম ও দুর্নীতির খবর অনুসন্ধান করতে গিয়ে যেন কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসতেছে।
ভূমি অফিসে তার একক কর্তৃত্ব সাধারণ মানুষের কাছ থেকে সরকারি খাজনা আদায়ের বিভিন্ন অনিয়ম এবং পুরো উপজেলার জমি ক্রয়-বিক্রয়ের নামজারি খতিয়ান সংক্রান্ত অবৈধভাবে টাকা আদায়ের বিভিন্ন সংবাদ মিডিয়ায় প্রচার হওয়ার পর থেকে রেদওয়ান মোস্তফা আরো বেপরোয়া হয়ে পড়েছে।
তথ্য অনুসন্ধানে জানা যায় রেদওয়ান মোস্তফার অনিয়ম ও স্বেচ্ছাচারিতার বিভিন্ন তথ্য মিডিয়াকর্মীকে দেয়া এবং অভিযোগকারীকে ডেকে এবং মোবাইলে নানা প্রকারের হুমকি এবং বিভিন্ন লোকজন দিয়ে অপমান অবদস্থ করে যাচ্ছে রেদওয়ান মোস্তফা বিভিন্ন মাধ্যমে সংবাদ কর্মীকে মামলায় জড়ানো থেকে শুরু করে বিভিন্ন প্রকারের হুমকি দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। তার অনিয়মের খবর মিডিয়ায় প্রচার হওয়ার পরে উপসহকারী ভূমি কর্মকর্তা রেদওয়ান মোস্তফা প্রশাসনিক নজরদারিতে রয়েছে বলে জানা যায়।
অভিযোগকারী নাম প্রকাশ না করার শর্তে এই প্রতিবেদককে জানান মিডিয়ায় সংবাদ প্রকাশ হওয়ার পরে রেদওয়ান মোস্তফা তাকে বিভিন্ন প্রকারের হুমকি দিতে থাকে এবং বিভিন্ন প্রকারের মামলায় জড়িয়ে দেয়ার হুমকি দেয়।
অনুসন্ধানে আরো জানা যায় ভূমি অফিস থেকে অবৈধভাবে টাকা ইনকাম করা এই ভূমি কর্মকর্তার ব্যক্তিগত জীবনে কোন সন্তানাদি না থাকলেও অবৈধ টাকা খরচ করে বিভিন্ন নারীর পেছনে । এ নিয়ে আগামীতে সংবাদ প্রকাশ করা হবে।