সুলেখা আক্তার শান্তার দুই শততম ছোটগল্প“বঞ্চিত উপলব্ধি”প্রকাশিত হয়েছে দৈনিক মুক্তখবর পত্রিকায়।
এব্যাপারে সুলেখা আক্তার শান্তা জানান, দুই শততম ছোটগল্প পত্রিকায় প্রকাশ আমার জন্য আনন্দময় বিষয়। আনন্দময় মুহূর্তটি সকলের সঙ্গে ভাগ করে নিতে চাই। আমার প্রকাশিত ছোটগল্পের সংখ্যা দুই শততম পূর্ণ হয় আমি উচ্ছ্বসিত।
দৈনিক মুক্তখবর পত্রিকার সংশ্লিষ্ট সকলের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমার প্রকাশিত উপন্যাস ‘এ চোখের দৃষ্টিতে তবুও তুমি’, ‘ফিরে এসো’, ‘জীবনের দিনরাত্রি’। প্রকাশিত গল্প সংকলন, ‘চারিদিকে মেঘ ছিল’, ‘আসব ফিরে তোমার কাছে’, ‘অপূর্ণ প্রত্যাশা’।
এছাড়াও রয়েছে প্রকাশিত যৌথ কাব্যগ্রন্থ। প্রিয় পাঠক ও শুভানুধ্যায়ীদের দোয়া, ভালোবাসা, অনুপ্রেরণা ও উৎসাহ লিখতে সাহস যুগিয়েছে তাঁদের প্রতি রইলো আমার অজস্র ধন্যবাদ, শুভকামনা ও শুভেচ্ছা এবং অশেষ কৃতজ্ঞতা।
আমার লেখায় যিনি বড় অনুপ্রেরণা যুগিয়েছেন তিনি দৈনিক মুক্তখবর পত্রিকার প্রধান বার্তা সম্পাদক মহাসীন আহমেদ স্বপন। তাঁর প্রতি রইলো আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
সকলের অনুপ্রেরণা এবং উৎসাহে লেখায় যতটুকু আসতে পেরেছি তাতে আমি অনেক আনন্দিত ও অনুপ্রাণিত। অজস্র ধন্যবাদ সকল মিডিয়াকে আমাকে এ পর্যন্ত আসার সুযোগ করে দিয়েছেন। প্রকাশক, সাংবাদিক আমার লেখা নিয়মিত প্রকাশ করেছেন বিভিন্ন দৈনিক পত্র পত্রিকা ও নিউজ পোর্টালে সকলের প্রতি আমার অন্তরের অন্তরস্থল থেকে রইলো শ্রদ্ধা শুভেচ্ছা ও কৃতজ্ঞতা।
আগামীতেও আপনারা আমার পাশে থাকবেন সেই আশা করি সর্বান্তকরণে।