উখিয়া উপজেলাধীন হলদিয়া পালং ইউনিয়নের পশ্চিম হলদিয়া জামবাগান অবস্থিত নারীদের জন্য বিশুদ্ধ কোরআন সুন্নাহর জ্ঞান ও হিফজ শিক্ষা প্রদানের লক্ষ্যে যাত্রা শুরু করেছেন “মা’হাদুত তাকওয়া মহিলা হিফজ মাদ্রাসা”।
মাদ্রাসার পরিচালক মাওলানা আব্দুল গফুর নাদিম
বলেন, আল্লাহপাকের অশেষ রহমত ও করুণায়, নারীদের ইসলামি শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে “মা’হাদুত তাকওয়া মহিলা হিফজ মাদ্রাসা”র যাত্রা শুরু করেছেন। আমরা বিশ্বাস করি, ইসলামের সঠিক শিক্ষা ছাড়া উন্নত ও নৈতিকতাপূর্ণ সমাজ গঠন করা সম্ভব নয়। তাই নারীদের জন্য নিরাপদ ও আদর্শ ইসলামী শিক্ষার পরিবেশ নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।
আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য:
•তিন বছর মেয়াদী সুসংঘঠিত হিফজ কোর্স।
•সুদক্ষ, প্রশিক্ষণপ্রাপ্ত মহিলা শিক্ষকমন্ডলী দ্বারা পাঠদান।
•আরবি, বাংলা ও ইংরেজির প্রাথমিক শিক্ষা ব্যবস্থা।
•তাজবীদ ভিত্তিক বিশুদ্ধ উচ্চারণ শিক্ষা।
•নৈতিক উন্নয়নে বিশেষ ইসলাহী কার্যক্রম।
•সুস্থ ও পরিচ্ছন্ন পরিবেশে মানসিক বিকাশের নিশ্চয়তা।
•জাতীয় পর্যায়ের হাফেজ ও ক্বারী দ্বারা প্রশিক্ষণ ব্যবস্থা।
•দেশবরেণ্য আলেম ও ইসলামি চিন্তাবিদদের তত্ত্বাবধানে পরিচালিত।
আমাদের আস্থা ও সফলতার প্রত্যাশা:
নারী শিক্ষার মান-উন্নয়নে কোরআন ও সুন্নাহর আলোকে আপনার সন্তানদের ইসলাম ও নৈতিক শিক্ষা দেওয়া। যাতে করে একটি শিক্ষিত জাতি গঠনে সহায়ক ভূমিকা রাখতে সক্ষম হয়।
আপনার কন্যাসন্তানদের জন্য নিরাপদ, ইসলামী পরিবেশে দ্বীনি ও দুনিয়াবি শিক্ষার আলোকে উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে আজই যোগাযোগ করুন।
যোগাযোগ:
মা’হাদুত তাকওয়া মহিলা হিফজ মাদ্রাসা।
পরিচালক: মুফতি আব্দুল গফুর নদীম
ঠিকানা: পশ্চিম হলদিয়া পালং, জামবাগান, উখিয়া, কক্সবাজার। পুরুষ: ০১৬৮৭-৩৫৮৫৩৫