ওমর ফারুক কক্সবাজার অফিস :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন “তারুণ্যের অভিযাত্রিক” এর আয়োজনে বার্ষিক মিলন মেলা অনুষ্ঠিত হয়। ।
১৮ এপ্রিল ২০২৫ ইংরেজি সকাল ১০ ঘটিকা হতে বিকেল ৪ঃ০০ ঘটিকা পর্যন্ত কক্সবাজারের অন্যতম পরিচিত স্থান কবিতা চত্বর অডিটোরিয়ামে এই মেলা সম্পন্ন হয়।
অনুষ্ঠানটির শুরুতেই পবিত্র কুরআন ও গীতা পাঠ করার পরপরই প্রথম অধিবেশনে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানটি আরম্ভ করা হয়।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন অত্র সংগঠনের সদস্য ওমর ফারুক। সভাপতি হিসেবে ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ,হিমেল বড়ুয়া হিমু।
এতে বক্তারা বলেন,”স্বপ্ন দেখার সাহস থেকেই যাত্রা শুরু, আর সেই যাত্রার প্রতিটি ধাপেই একসাথে পথচলার গল্পের নাম — তারুণ্যের অভিযাত্রিক।” এই মূলমন্ত্রকে ধারণ করে সম্প্রতি সফলভাবে সম্পন্ন হলো তারুণ্যের অভিযাত্রিক-এর বহুল প্রতীক্ষিত আয়োজন”তারুণ্যের মিলনমেলা-২০২৫”।
উক্ত মিলনমেলা এক অনন্য সামাজিক বন্ধনের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে, যেখানে সদস্যদের মধ্যে গড়ে উঠেছে পারস্পরিক সমঝোতা, সহযোগিতা এবং একত্রে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয়। এই আয়োজনে বিশেষভাবে ছিল ড্রাইভিং কোর্স সম্পন্নকারী সদস্যদের সনদপত্র প্রদান অনুষ্ঠান, নারী ও পুরুষ সংগঠনের সদস্যদের রয়েছে রাইফেল ড্র, বিনোদন রয়েছে বালিশ খেলা সহ আরো বিভিন্ন বিনোদন আকর্ষণ।
প্রতিষ্ঠানের সভাপতি হিমেল বড়ুয়া হিমু বলেন ,তরুণদের দক্ষতা বৃদ্ধির এই প্রচেষ্টা সংগঠনের একটি গর্বিত অধ্যায় হিসেবে যুক্ত হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইপসা-ইউসুফ আলী এবং কক্সবাজারের বিশিষ্ট সাংবাদিক আবদুর রশিদ মানিক।
এছাড়া মিলনমেলায় উপস্থিত ছিলেন তারুণ্যের অভিযাত্রিক এর প্রতিষ্ঠাতা হিমেল বড়ুয়া হিমু, প্রোগ্রাম কো-অর্ডিনেটর ফাহিম ফয়সাল রাফি ও ওমর ফারুক ,প্রজেক্ট কো-অর্ডিনেটর যিশু রাম দে, ফিল্ড কো-অর্ডিনেটর দিপু বড়ুয়া,কমিউনিকেশন কো-অর্ডিনেটর নাজমা আক্তার মারজান সহ আরো উপস্থিত ছিলেন তারুণ্যের অভিযাত্রিক এর সদস্য রা ও ড্রাইভিং কোর্সের প্রশিক্ষার্ণীরা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ফাহিম ফয়সাল রাফি বলেন,এই আয়োজনের মাধ্যমে তারুণ্যের অভিযাত্রিক পরিবার তরুণ সমাজকে আত্মনির্ভরশীল এবং দক্ষ করে গড়ে তোলার যে লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে, তার আরও একটি সফল ধাপ অতিক্রান্ত হলো আজ।
সকলের আন্তরিক উপস্থিতি, সহযোগিতা এবং ভালোবাসার জন্য তারুণ্যের অভিযাত্রিক পরিবার কৃতজ্ঞ। এই বন্ধন আরও দৃঢ় হোক, স্বপ্ন আরও বিস্তৃত হোক।
চলো, একসাথে গড়ি সম্ভাবনার আগামীকাল ।
এই স্লোগানে অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দরা।