অদ্য ১৬ ই এপ্রিল ২০২৫ ইং তারিখ রোজ বুধবার ছওয়াব এনজিওর উদ্যোগে “পাহাড়ের পাদদেশে বসবাসরত অতি ঝুকিপূর্ণ রোহিঙ্গাদের নিরাপদ আশ্রয়ে স্থানান্তর” বিষয়ক এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।সকাল ১১:৩০ মিনিটে ক্যাম্প ১৪ এর কনফারেন্স রুমে অনুষ্ঠিত উক্ত প্রোগ্রামে সভাপতিত্ব করেন ক্যাম্প ইনচার্জ জনাব ফারুক আল মাসুদ।উক্ত সভায় ক্যাম্প ইনচার্জ আগত রোহিঙ্গাদের উদ্দেশ্য বলেন,”আসন্ন বর্ষায় পাহাড়ের পাদদেশে অতি ঝুকিপূর্ণ রোহিঙ্গাদের নিরাপদ আশ্রয়ে স্থানান্তরের জন্য নতুন করে ছওয়াব এর উদ্যোগে শেল্টার নির্মাণ হচ্ছে।ক্ষয়ক্ষতি এড়াতে সবাইকে নতুন শেল্টারে স্থানান্তর করা হবে”। উক্ত সভায় আগত ঝুকিপূর্ণ রোহিঙ্গা পরিবার সমূহ উপস্থিত ছিলেন। এতে সিএমও আফজাল হোসাইন,IOM এর সাইট ম্যানেজম্যান্ট ফোকাল সিরাজুম মুনির,সহকারী ফোকাল সালাহউদ্দীন কাদের,SD প্রতিনিধি নাঈম, ছওয়াব এর প্রজেক্ট ইন্জিনিয়ার মোহাম্মদ হোসাইন, প্রজেক্ট কোর্ডিনেটর গাজী আতাউল্লাহ, প্রজেক্ট অফিসার আ.ন.ম রায়হান,তারিক কায়সার বাপ্পি সহ বিভিন্ন সেক্টরের প্রতিনিধি বৃন্দ উপস্থিত ছিলেন।