কক্সবাজারের উখিয়ার পাগলীরবিল বিট কর্মকর্তার বিরুদ্ধে এক বৃদ্ধাকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে মানববন্ধন করেছে এলাকাবাসী৷
শনিবার (১২ এপ্রিল) বিকালে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের উত্তর বড়বিল বাজারে এই মানববন্ধন করা হয়৷
মানববন্ধনে অভিযোগ করে আব্দু শুক্কুর বলেন, আমার পিতা আলী আকবর(৬৫) কে আসামী করে পাগলীরবিল বিট কর্মকর্তা আবছার হোসেন মিথ্যা মামলা দিয়ে অন্য জেলায় বদলি হয়ে চলে যায়৷ মূলত ২০২৩ সালে পশ্চিম মরিচ্যা এলাকার মকলুসের রহমানের পুত্র সাদ্দাম হোসেন বনবিভাগে পাহাড় কেটে আমার পিতা আলী আকবরকে ফাঁসিয়ে দিয়েছেন৷ যখন পাহাড় কাটতেছে তখন আমার পিতা গ্রামে ছিলেন না৷ ওই সময় তিনি তাবলীগ জামায়াতে গিয়েছিলেন ঢাকায়৷ তারপরও মিথ্যাভাবে সাদ্দাম হোসেন বিট কর্মকর্তাকে টাকা দিয়ে ফাঁসিয়েছেন৷
উত্তর বড়বিলের মনজুর আলম জানান, এই পাহাড় কেটেছে সাদ্দাম কিন্তু মামলার আসামি করা হয়েছে আলী আকবর কে৷ কোন অদৃশ্য কারণে এই বৃদ্ধাকে আসামি করা হয়েছে তা তদন্ত করা দরকার৷ সে বৃদ্ধ ৬৫ বছর বসয়ে কারাভোগ করেছেন।
লেঙ্গুরবিল এলাকার মাববুল আলম জানান, এই এলাকার সাদ্দাম হোসেন দুষ্ট প্রকৃতির লোক, তিনি কাকে কখন ফাঁসিয়ে দেয় হিসাব নেই তাই তদন্ত করে প্রকৃত আসামিকে মামলার আওতায় আনার দাবি জানাচ্ছি পাশাপাশি বৃদ্ধা আলী আকবর কে মামলা থেকে বাদ দেওয়া জোর দাবি জানাচ্ছি৷
আলী আকবরের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন বিক্ষুব্ধ উত্তর বড়বিলের গ্রামের শতশত মানুষ৷