দৈনিক কক্সবাজার পোস্ট
ঢাকাবৃহস্পতিবার , ৩ এপ্রিল ২০২৫
  1. অভিযোগ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. আরও
  5. কক্সবাজার
  6. কৃষি সংবাদ
  7. খেলা-ধুলা
  8. গণমাধ্যম
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম
  14. ফিচার
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

দেশ পুনর্গঠনের দায়িত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপর অর্পণ করতে চায় দেশবাসী : মুহাম্মদ শাহজাহান

আব্দুল্লাহ আল যোবাইর।
এপ্রিল ৩, ২০২৫ ৬:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জামায়াতে ইসলামী উখিয়া উপজেলা শাখার উদ্যোগে বিশাল ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল ফজলের সভাপতিত্বে উপজেলা সেক্রেটারি মাওলানা সোলতান আহমদ ও এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুর রহিমের যৌথ সঞ্চালনায় উখিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠে ০২ এপ্রিল মঙ্গলবার বিকাল ৩:০০ টায় বিশাল ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান শুরু হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল জাতীয় রাজনীতিবিদ ও জাতীয় নেতা মাওলানা মুহাম্মদ শাহজাহান।

প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন, বিগত ৫৩ বছরের বাংলাদেশ যারা পরিচালনা করেছেন তারা মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে পারেনি, ইনসাফ প্রতিষ্ঠা করতে পারেনি ,জুলাই বিপ্লবে ২ হাজারের অধিক যুবক শাহাদাত বরণ করেছে একটি ইনসাফভিত্তিক ও বৈষম্য মুক্ত বাংলাদেশ গঠন করার জন্য।

অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেন ২৪এর আন্দোলনের স্পিরিট ধারণ করে আগে সংস্কার কাজ সম্পন্ন করুন। একটি সুস্থ নির্বাচনের পরিবেশ তৈরি করুন।আপনাদের পাশে দেশের মানুষ আছে।

পূর্বের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাইলে এই দেশের দামাল ছেলেরা আর মেনে নিবে না বলে কিছু কিছু রাজনৈতিক দলকে হুঁশিয়ারি করে দেন। সোনার বাংলাদেশ ফিরিয়ে আনতে এই দেশকে সংস্কার করবে বাংলাদেশ জামায়াত ইসলামী। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইতিহাসে কোন অপরিচ্ছন্ন কোন রাজনীতির ধারা খোঁজে পাবেন না।

বাংলাদেশের মানুষ দেশ পুনর্গঠনের দায়িত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপর অর্পণ করতে চায়। অবিলম্বে সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি।

 

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলার শাখার সংগ্রামী আমির অধ্যক্ষ মাওলানা নূর আহমেদ আনোয়ারী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কক্সবাজার জেলা সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ আব্দুর রহিম নূরী , বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামী কক্সবাজার জেলা শাখার অফিস সেক্রেটারী এডভোকেট মুহাম্মদ শাহজাহান , বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলার সমাজ কল্যাণ সম্পাদক অধ্যক্ষ নূর হোসাইন সিদ্দীকী, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কক্সবাজার শহর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি দরবেশ আলী মুহাম্মদ আরমান, উপজেলা ওলামা বিভাগীয় সেক্রেটারি মাওলানা আব্দুল করিম, উপজেলা অফিস ও প্রচার সেক্রেটারী বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কক্সবাজার শহর সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ জাহাঙ্গীর আলম, উখিয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সাংবাদিক রিদুয়ানুল হক জিসান, শিক্ষাবিদ অধ্যাপক শফিউল আলম খোন্দকার, চকরিয়া পৌরসভা কর্মপরিষদ সদস্য সৈয়দ আলম, মিরসরাই উপজেলা জামায়াতের অফিস সেক্রেটারী সহকারী অধ্যাপক মুহম্মদ শফিকুল আলম সিকদার,রাজাপালং ইউনিয়ন জামায়াতের আমির মোহাম্মদ রুহুল আমিন,পালংখালী ইউনিয়ন আমির আবুল আলা রোমান, জালিয়াপালং ইউনিয়নের সেক্রেটারি সাবেক ছাত্রনেতা আবু সাঈদ মুহাম্মদ মাসুম, বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা ছাত্রনেতা শেখ সাইদী,

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: উপজেলা জামায়াতের নায়েবে আমির সাংবাদিক নেতা মাওঃ নুরুল হক, উপজেলা বাইতুল মাল সেক্রেটারি শিক্ষাবিদ মাষ্টার মনসুর আলম,উপজেলা জামায়াতের পেশাজীবী বিভাগের সেক্রেটারি মাষ্টার খাইরুল বশর , জালিয়াপালং ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা হোসাইন আহমেদ মাদানী, রাজাপালং ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ ইউনূস,পালংখালী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ আব্দুর রহমান, সাবেক শহর শিবিরের সভাপতি সেলিম উদ্দিন,সাবেক জেলা সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কক্সবাজার শহর শাখার সাবেক মিডিয়া ও প্রচার সেক্রেটারী সাংবাদিক আব্দুল্লাহ আল যোবাইর,শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মাওলানা সোলতান আহমদ, উপজেলা সেক্রেটারি মুহাম্মদ আমান উল্লাহ, উখিয়া উপজেলা শিবিরের সভাপতি মুহাম্মদ ওসমান,উখিয়া উপজেলা শিবিরের সাবেক সভাপতি আব্দুর রহিম , হলদিয়া পালং ইউনিয়ন জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা অধক্ষ রহমত উল্লাহ,রাজাপালং ইউনিয়ন যুব বিভাগের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ জহির উদ্দিনসহ জামায়াত শিবির ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

কেনাকাটার আনন্দ ঈদ অফারে