নিজস্ব প্রতিবাদক :বুধবার (২৫রমজান ২৬ মার্চ ২৫ ইং) বিকেল চারটার সময় উখিয়ার রত্নাপালং ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ,মাধ্যমিক স্তরের বিদ্যাপীঠ গয়ালমারা দাখিল মাদ্রাসার হল রুমে এই আয়োজন করা হয়।
এতে প্রাক্তন পরিষদের নেতৃত্বদিন ইফতার আয়োজক কমিটি জানান, আজকের আয়োজনের মধ্যেই সিদ্ধান্ত হবে আগামীতেই বড়সরে কবে একটি ঈদ পূর্ণমিলন অনুষ্ঠান উদযাপিত হবে। এ নিয়ে এক আলোচনা সভায় সঞ্চালনা করেন অত্র মাদ্রাসার সাবেক শিক্ষার্থী হাফেজ মাওলানা সেলিম। সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাকালীন প্রিন্সিপাল জনাব মাওলানা দিল মোহাম্মদ ।
সভায়, প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন, রত্নাপালং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব নুরুল কবির চৌধুরী, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দৈনিক ইনকিলাব এর কক্সবাজার ব্যুরো প্রধান কক্সবাজারের সিনিয়র সাংবাদিক শামসুল হক সারেক, বক্তব্য রাখেন, এবি পার্টির উখিয়া উপজেলা আহ্বায় সৈয়দ হোসেন চৌধুরী, মাদ্রাসার প্রতিষ্ঠাতা আহমেদ কবির,সাবেক শিক্ষক মাওলানা মোহাম্মদ নামোছ, বর্তমান ইউপি সদস্য মাহমুদুল হক সহ প্রমুখ।
উপস্থিত ছিলেন, মাওলানা কবির আহমদ, মাওলানা আবুল কালাম, সাবেক শিক্ষক মাওলানা ইউনুস, রাশেদুল আলম, মাস্টার মুক্তার আহমেদ, স্থানীয় ব্যবসায়ী সুজন, মাস্টার আবুল হোসেন , মাওলানা জালাল আহমেদ সহ প্রমুখ।
আলোচনা সভার পরে দোয়া ও মোনাজাত করেন অত্র মাদ্রাসার শিক্ষক মাওলানা জালাল আহমেদ ।এতে ইফতারের আয়োজনে অংশগ্রহণ করেন,বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন সমন্বয় করেন প্রাক্তন ছাত্র মাওলানা হারুন অর রশিদ সহ আরো অনেকে ।
এতে বক্তারা বলেন, মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার পর থেকে সুনামের সাথে মাদ্রাসার শিক্ষার্থীদের পাঠদান করা হচ্ছে, এই মাদ্রাসা শিক্ষার্থীরা প্রশাসনিক কাঠামো থেকে শুরু করে, রাজনৈতিক কার্যক্রম, বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরে চাকরি করতেছে, দেশের আইন-শৃঙ্খলা বাহিনী এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে স্থানীয় সরকার পরিচালনা সহ গণমাধ্যমে এই মাদ্রাসার ভূমিকা অহরহ।
পুরো উপজেলায় মাধ্যমিক স্তরের সুনাম অর্জনের প্রতিষ্ঠিত এই মাদ্রাসা। আজকে এই মহতী আয়োজনে সকল ব্যাচের ছাত্রদের দেখে আমরা মনমুগ্ধকর। আশা করি প্রাক্তন ছাত্র পরিষদ, মাদ্রাসার সার্বিক বিবেচনা উন্নয়নমূলক কাজ থেকে শুরু করে প্রতিটি কাজে আমাদের সাথে থাকবে। আজকের এই আয়োজনের আমরা প্রাক্তন ছাত্র পরিষদের কাছে গর্ববোধ করি।
এতে বক্তারা আরো বলেন, মাদ্রাসা ধীরে ধীরে উন্নয়ন হতে শুরু করেছে, এই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে আজীবন। প্রাক্তন ছাত্র পরিষদের দিকনির্দেশনা মূলক বক্তব্য দিয়ে উৎসাহিত করেছেন বক্তারা।
প্রাক্তন ছাত্র পরিষদের পক্ষ থেকে, সাবেক শিক্ষার্থী মোঃ রাশেদ বলেন, বিগত সময়ে আমরা প্রাক্তন পরিষদের উদ্যোগে আরো অনেক আয়োজন করতে চেয়েছিলাম। সময় স্বল্পতা এবং বিভিন্ন ব্যস্ততার মাধ্যমে আমরা ব্যর্থ হই। পরিশেষে আজ সবার মতামত নিয়ে এই আয়োজনটা করেছি ।ইনশাআল্লাহ আগামীতে আরও সুন্দর ভাবে অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করব।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।