বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়ন শাখার উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার (২৫ মার্চ) বাদে আসর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় । এতে প্রধান অতিথি ছিলেন, চকরিয়া-পেকুয়া ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান ও কক্সবাজার শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফারুক । বিশেষ অতিথি ছিলেন বরইতলি ইউপি চেয়ারম্যান সালেকুজ্জামান ও চকরিয়া উপজেলার উপদেষ্টা মাওলানা ছৈয়দ করিম ।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলার উপদেষ্টা মাওলানা সিরাজুল ইসলাম, উপদেষ্টা মাষ্টার রশিদুর রহমান চৌধুরী। চকরিয়া উপজেলার সাধারণ সম্পাদক এইচ এম রুহুল কাদের, ইউনিয়নের প্রধান উপদেষ্টা মোহাম্মদ জায়েদুল ইসলাম। ইউনিয়ন সভাপতি মোহাম্মদ শওকতুল ইসলামের উদ্বোধনী বক্তব্য ও বিশিষ্ট শিক্ষাবিদ মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন নাছির উদ্দীন।