সোনারপাড়া বাজারের ব্যবসায়ীদেরকে যারা বাজারের দায়িত্বশীল সচেতন মহল তারা কি জবাব দিবেন?
তারা প্রশ্ন করে এই বাজারে ব্যবসা করতে আসি বিদায় ১হাজার টাকার ব্যবসা করলে ৩০০ টাকা সরকারি পান্ডে জমা দিতে হয়,জমা দেয়ার পরেও কেন আমাদের বাজারের এই বেহাল দশা?যে পরিমাণ প্রতি বছর সোনারপাড়া বাজার ডাক হয় তার এক বছরের টাকা দিয়ে পুরা সোনারপাড়া বাজার টাইলস করানো যায়।।।এখন লোক দেখানো সচেতন মহল বলবে পানিগুলো জমাট না বাঁধার জন্য একটা পাইপ বসানো হয়েছিল।তাদেরকে আমি বলব রেজুকালের ব্রিজের মত পরিকল্পনাহীন ওই পাইপ কেন বসায় ছিলেন?কেন আমাদের টাকা আপনারা নষ্ট করেছিলেন?এর জবাব কি আপনাদের আছে?ব্যবসায়ী যখন এখান থেকে হেঁটে নামাজ পড়তে যাই,তখন উনার নামাজ হবে কিনা নিজের বড়ই সন্দেহ হয়।কারণ এ পানি গুলো সব নোংরা পানি।দয়া করে উপজেলা প্রশাসন,,,,বাজার মনিটর সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি বিনয়ের সাথে অনুরোধ, আমাদের টাকায় আমাদের বাজারের সকল সমস্যা সমাধান করে দিলে সোনারপাড়া বাজারের ব্যবসায়িকগণ আপনাদেরকে আজীবন মনে রাখবে।