অদ্য ১৮-০৩-২৫ইং – মঙ্গলবার, ১৭ই রমজান ১৪৪৬হিজরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ মহেশখালী থানা(উত্তর) শাখা কতৃক আয়োজিত ঐতিহাসিক বদর দিবসের তাৎপর্য ও ইফতার মাহফিল থানা সভাপতি মাওলানা মুহাম্মদ ইয়াহিয়া সাঈদ’র সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা শাহাব উদ্দীনের সঞ্চালনায় মহেশখালী ঝাপুয়া বাজার সংলগ্ন ময়দানে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সংগ্রামী সভাপতি মুহাদ্দিস মাওলানা আমিরুল ইসলাম মীর।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, ঐতিহাসিক বদর দিবস মুসলমানদের জন্য এক গৌরবময় ইতিহাস। ৩১৩ জন সৈনিক ও স্বল্প যুদ্ধ সরঞ্জাম নিয়ে তৎকালীন যুগের সবচেয়ে শক্তিশালী শত্রুপক্ষের সাথে মাথা উঁচু করে যুদ্ধে অংশগ্রহণ করে বিজয় অর্জন করা মুসলমানদের জন্য ঐতিহাসিক শিক্ষা। এই যুদ্ধ থেকে আমরা এ-কথা অকপটে স্বীকার করতে পারি যে, আল্লাহর উপর পূর্ণ আস্থা নিয়ে হকের পথের লড়াকু সৈনিকেরা কখনো পরাজিত হয়না। তা থেকে শিক্ষা গ্রহণ করে বর্তমান সমাজে সংগঠিত সকল অন্যায়-অবিচার, জুলুম, খুন, ধর্ষনের বিরুদ্ধে সর্ব স্তরের জনগণকে সাথে নিয়ে আমাদেরকে দুর্বার প্রতিরোধ গঠে তুলতে হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ অতীতে যেমন অন্যায়-অবিচার এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে মাঠে সক্রিয় ছিল ঠিক তেমনিভাবে ভবিষ্যতেও সকল অন্যায়ের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করার জন্য কাজ করে যাবে,ইনশাআল্লাহ
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার প্রতিষ্ঠাকালীন সাবেক সভাপতি হুসাইন মুহাম্মদ মুস্তাফিজুল হক চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার সদর থানা শাখার সাবেক সভাপতি মাওলানা নেজামুর রহমান সোলাইমানী, ইসলামী আন্দোলন বাংলাদেশ মহেশখালী থানা(উত্তর) শাখার প্রধান উপদেষ্টা মাওলানা ইসমাইল নজীব, সহ-সভাপতি মাওলানা ফয়জুল্লাহ, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা সোলাইমান সাঈদ সহ বিভিন্ন রাজনৈতিক দলেন নেতৃবৃন্দ, সাংবাদিক ও ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।