গত কাল ১৭ মার্চ দৈনিক কক্সবাজার দৈনিক আজকের দেশ-বিদেশ, দৈনিক কর্ণফুলী সহ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল ও সোশ্যাল মিডিয়ায় উখিয়া যুবদলকে জড়িয়ে প্রকাশিত সংবাদ সমূহ আমার দৃষ্টি গোচর হয়েছে। উক্ত সংবাদ গুলো মিথ্যা , বিভ্রান্তিমূলক ও ভিত্তিহীন। কারণ উখিয়া যুবদলের দুই গ্রুপের মধ্যে কোন সংঘর্ষ কিংবা হামলার ঘটনা ঘটেনি। যুবদল নিয়মতান্ত্রিকভাবে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এখানে কোন গ্রুপিং নেই।
বাস্তব ঘটনা হচ্ছে, গত রবিবার উখিয়া সদর স্টেশনে আমার ব্যবসায়িক প্রতিষ্ঠানের সামনে কতিপয় চিহ্নিত ব্যক্তি সিএনজি অটো রিক্সা থেকে চাদা দাবি করছিল। ড্রাইভারগণ চাদা দিতে অস্বীকার করায় লাঠিসোটা নিয়ে মারধর শুরু করে। এতে আমার চাচা চেহের আলী সহ অনেকে আহত হয়। এ দৃশ্য দেখার পর আমি চাচাকে উদ্ধারে এগিয়ে আসলে চাঁদাবাজরা আমার উপর চড়াও হয় এবং আমার ব্যবসা প্রতিষ্ঠানে হানা দেয়।
উক্ত ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করে যুবদল ও আমাকে জড়িয়ে যে সংবাদ ছাপা হয়েছে তা মিথ্যা ও বিভ্রান্তিকর। কারণ সিএনজি অটো রিক্সার ২ টি বিবদমান পরিবহন সংগঠনের মধ্যে আমি কোন একটিতে সদস্য নেই কিংবা সম্পৃক্ত ছিলাম না। সুতরাং সিএনজি ড্রাইভারদের ঘটনায় যুবদলের নাম প্রশ্নই উঠে না। আমি প্রকাশিত উক্ত প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানাচ্ছি।
পরিশেষে বলতে চাই, আমি সিএনজি শ্রমিক সংগঠনে সম্পৃক্ত না থাকার পরও যুবদলকে জড়িয়ে যে সংবাদ পরিবেশন করা হয়েছে তা খুবই দুঃখজন। মূলত প্রতিপক্ষ গং রাজনৈতিক ও সামাজিকভাবে আমাকে গায়েল এবং যুবদলকে প্রশ্নবিদ্ধ করতে মিথ্যা অপপ্রচার করেছে। এমনকি মিডিয়া ট্রায়ারের মাধ্যমে আমার বক্তব্যকে বিকৃতি আকার প্রচার করে মিথ্যাচারে লিপ্ত হয়েছে।
আমি এহেন মিথ্যা সংবাদ পড়ে বিভ্রান্ত না হওয়ার জন্য জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল ও ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের,নেতৃবৃন্দ, নেতাকর্মী সমর্থক এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি অনুরোধ রইল।পাশাপাশি উক্ত প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।
নিবেদক
এম সাইফুর রহমান সিকদার
আহবায়ক
উখিয়া উপজেলা যুবদল