“মানবতার সেবা, দেশ পরিচালনায় যোগ্যতা অর্জন এবং আল্লাহর সন্তুষ্টি লাভ” এই স্লোগানকে সামনে রেখে কর্মীদের দিনব্যাপী নৈতিক ও সাংগঠনিক মান উন্নয়নে শিক্ষাশিবির-২০২৫ সম্পন্ন করেছে। ১৫ই মার্চ রোজ শনিবার সকাল ১০টায় কোর্টবাজার এম,আর কনভেনশন হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী উখিয়া উপজেলা উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
উখিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা সোলতান আহমদের সঞ্চালনায় ও উপজেলা আমির অধ্যাপক মাওলানা আবুল ফজলের সভাপতিত্বে এ প্রশিক্ষণ শুরু হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সুশৃঙ্খল সংগঠন এবং প্রত্যেক কর্মীকে দক্ষ ও আদর্শ কর্মী হিসেবে গড়ে তুলতে দায়িত্বশীলদের যোগ্য লিডার হিসেবে তৈরি করতে আয়োজন করে জামায়াত ইসলামী।
উক্ত শিক্ষাশিবিরে দারসুল কুরআন পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলার কর্মপরিষদ সদস্য জেলা মজলিসে মুফাস্সিরিনের জেলা সভাপতি ও চকরিয়া শাহারবিল কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা শফিউল হক জিহাদী। প্রধান অতিথি হিসেবে আলোচনা রাখেন জেলা আমীর অধ্যক্ষ নূর আহমেদ আনোয়ারী, প্রধান বক্তার আলোচনা রাখেন সাবেক ছাত্রনেতা চট্টগ্রাম মহানগরী জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ খাইরুল বশর, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা কক্সবাজার জেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ জাহেদুল ইসলাম।
উপস্থিত ছিলেন শিক্ষাশিবিরের সহকারী পরিচালক উপজেলা জামায়াতের নায়েবে আমির সাংবাদিক নেতা মাওলানা নুরুল হক, উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি যুব বিভাগীয় সম্পাদক মাওলানা আব্দুর রহিম, উপজেলা জামায়াতের বাইতুলমাল সেক্রেটারি মাস্টার মনসুর আলম, উপজেলা উলামা বিভাগের সভাপতি ও টাইপালং দাখিল মাদ্রাসার সহকারী সুপার মাওলানা আব্দুল করিম, উপজেলা জামায়াতের সমাজসেবা সম্পাদক ও হলদিয়া পালং ইউনিয়নের আমীর সাবেক ছাত্রনেতা মাওলানা আবুল হোসাইন, উপজেলা জামায়াতের অফিস সেক্রেটারী সাবেক ছাত্রনেতা মুহাম্মদ জাহাঙ্গীর আলম, উপজেলা জামায়াতের পেশাজীবী ফোরামের সভাপতি মাষ্টার খাইরুল বশর,পালংখালী ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবুল আলা রোমান, রত্নাপালং ইউনিয়ন সভাপতি মাষ্টার মোহাম্মদ হাসেম, হলদিয়া পালং ইউনিয়ন জামায়াতের সাংগঠনিক মাওলানা অধ্যক্ষ রহমত উল্লাহ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মুহাম্মদ আমান উল্লাহ সহ বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।।