ডেস্ক রিপোর্ট,
কক্সবাজার জেলার দক্ষিনে উখিয়া ও টেকনাফ দুই উপজেলায় রয়েছে প্রায় দের মিলিয়নের বিশাল জনগোষ্ঠী রোহিঙ্গাদের রিফিউজি ক্যাম্প।
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি সংক্রান্ত উচ্চ পর্যায়ের প্রতিনিধি ড. খলিলুর রহমান।
তিনি গতকাল ক্যাম্প এলাকা পরিদর্শন ও আইনশৃঙ্খলা সভায় অংশগ্রহণ করেন।
এসময় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান, এপিবিএন হেডকোয়ার্টারের ডিআইজি প্রলয় চিচিং চাকমা, পুলিশ সুপার সাইফুদ্দিন শাহিন, ক্যাম্পে দায়িত্বরত সিআইসি প্রতিনিধি, সেনাবাহিনীর সদস্য, রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলায় নিয়োজিত এপিবিএন পুলিশের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয় সূত্র জানায়, আগামী ১৪ মার্চ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনুস ও জাতিসংঘ মহাসচিব আন্তেনিও গুতেরেস।
এদিকে জাতিসংঘ মহাসচিবের ক্যাম্প পরিদর্শন উপলক্ষে সার্বিক প্রস্তুতি ও ক্যাম্পের নিরাপত্তা জোরদারসহ সফর কর্মসূচি সফল করতে সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করেছেন প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সংক্রান্ত উচ্চ পর্যায়ের প্রতিনিধি ডঃ খলিলুর রহমান।