আব্দুল্লাহ আল যোবাইর ,
উখিয়ার রত্না পালং এর এক বসতবাড়িতে অগ্নিকান্ডে একটি বসতবাড়ি পুড়ে ছাঁই হয়ে যায়। বাড়ি, আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে যায়। অন্তত ১০ জন প্রত্যক্ষদর্শী স্থানীয়দের মতে, এতে আনুমানিক ১০লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হবে বলে জানা জানান তারা। ১০ই মার্চ সোমবার দিবাগত রাত ১২টার দিকে ১নং ওয়ার্ডের হাকিম আলী মাতবর পাড়ার মোহাম্মদ কলিম উল্লাহর (৭০) বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। উখিয়া ফায়ার সার্ভিসের মতে, প্রাথমিকভাবে এ ঘটনার সূত্রপাত জানা যায় নি। তবে স্থানীয় প্রত্যক্ষদর্শীদের মতে, বাহিরের কোন ব্যাক্তি বা সিগারেট বা অন্য কোন কারণে ঘটে থাকতে পারে জানান তারা।
গতকাল উখিয়া ব্যাপী ডাকাত ! ডাকাত! বলে একটা স্যোশাল মিডিয়ায় গুজব লক্ষ্য করা যায়। তাই আগুন লাগার শুরুর দিকে ডাকাত আতংকে লোকজন আগুন নেভানোর সাড়া না দিলেও পরে ডাকাতির ঘটনা নয় জানতে পেরে স্থানীয় লোকজন আগুন নেভানোর কাজে এগিয়ে আসেন।
এ খবর গণমাধ্যমে ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিস দুইটি ইউনিট ও স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন।
আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তাৎক্ষণিক জানা যায়নি তবে বাড়ির মালিকের কলিম উল্লাহর মতে, আগুন কেউ লাগিয়েছে। তিনি ঘুমানো অবস্থায় ছিলেন। হঠাৎ আগুনের তাপে, আগুনের লীলা দেখে চিৎকার দিলে বাড়িতে থাকা লোকজন দ্রুত প্রাণে বাঁচতে বেরিয়ে পড়ে। বাড়ির কোন প্রয়োজনীয় আসবাবপত্র বের করার সুযোগও পায়নি। অল্প সময়ের মধ্যে আগুন সবখানে ছড়িয়ে পড়লে আগুন নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। সকল আসবাবপত্র পুড়ে ছাঁই হয়ে যায়। পুরোদমে আগুন নিয়ন্ত্রণ হয়েছে রাত ২টার দিকে। তবে কোন মানুষের প্রাণনাশের ঘটনা ঘটেনি।
উখিয়া ফায়ার সার্ভিস স্টশনের ইন্সপেক্টর মোঃশফিকুল ইসলাম গণমাধ্যমে জানান, আগুনের সূত্রপাত নির্দিষ্ট করে জানা যায়নি।
রাতে অগ্নিকান্ড হওয়া বাড়িতে ছিলেন কলিম উল্লাহ ও তার দুই ছেলে। পরে তাৎক্ষণিক খবর পেয়ে সরেজমিনে দেখতে আসেন উখিয়া উপজেলা জামায়াতের আমীর সহকারী অধ্যাপক মাওলানা আবুল ফজল, এআর গ্রুপের চেয়ারম্যান আজিজুর রহমান, উখিয়া উপজেলা শিবিরের সাবেক সভাপতি সাংবাদিক আব্দুল্লাহ আল যোবাইর, ইউপি সদস্য মোক্তার আহমেদ , সাংবাদিক সালাহ উদ্দিনসহ স্থানীয় ব্যক্তিবর্গ।