ডেস্ক রিপোর্ট
উখিয়া ও টেকনাফে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল, বর্ণাঢ্য র্যালী, অগ্নিনির্বাপক বিষয়ক সচেতনতামূলক মহড়া, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।
উখিয়া উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এটিএম কাউছারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) যারীন তাসরিন তাসিন। সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি,গণমাধ্যমকর্মী, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক ও সিপিপি সদস্য উপস্থিত ছিলেন। অপরদিকে টেকনাফ উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে আলোচনা সভা আজ দুপুরে উপজেলা পরিষদ পাবলিক হল মিলনায়তনে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ খোরশেদ আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন। এ সময় উপজেলা পরিষদের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এ ছাড়া মহেশখালীসহ অন্যান্য উপজেলাগুলোতেও নানা কমসূচিতে দিবসটি পালন করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।