ডেস্ক নিউজ:
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৫ উপলক্ষে উখিয়ায় প্লাস্টিক ও বর্জ্য অপসারণ কর্মসূচি পালন করা হয়েছে। আজ সকালে উপজেলা প্রশাসনের সহযোগিতায় কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন এলাকায় এ কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এটিএম কাউসার।
এ সময় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তা ও সিপিপি সদস্য উপস্থিত ছিলেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এটিএম কাউসার জানান, নিরাপদ বাসযোগ্য ও দূষণমুক্ত পরিবেশ গড়ে তোলার লক্ষে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ কার্যক্রম কোটবাজার, মরিচ্যাসহ গুরুত্বপূর্ণ স্টেশনে চলমান থাকবে বলেও জানান তিনি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।