ডেস্ক নিউজ
উখিয়ায় পাচারকারীদের ফেলে যাওয়া ব্যাগ থেকে ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি। গতকাল উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী পানবাজারে বিজিবির অভিযানে এসব ইয়াবা জব্দ করা হয় ।
কক্সবাজার ৩৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ ফারুক হোসেন খান জানান, কক্সবাজার-টেকনাফ সড়কের বালুখালী পানবাজার দিয়ে একটি ইয়াবার চালান রোহিঙ্গা ক্যাম্পে পাচার করা হচ্ছে, এমন খবরে বিজিবির সদস্যরা ওই এলাকায় অভিযান চালায়। এসময় দুই ব্যক্তি তাদের সাথে থাকা ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে ব্যাগ তল্লাশি করে ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করে বিজিবি। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন উখিয়া থানার অফিসার ইনচার্জ আরিফ হোসেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।