হিরো আলম পেকুয়া প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলালের নির্দেশে চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজ ছাত্রদলের পক্ষ থেকে সাধারণ পথচারীদের মাঝে মাস ব্যাপি ইফতার বিতরণ কর্মসূচী উদ্বোধন করা হয়েছে।
আজ ( ৭ মার্চ ২০২৫) চকবাজার গোলজার মোড়ে রোকেয়া ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় প্রথম দিনে তিনশ জন পথচারীদের মাঝে ইফতার বিতরণ করে চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজ ছাত্রদল নেতা কর্মীরা। ইফতার বিতর কর্মসূচীতে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সদস্য সচিব ওমর ফারুক সাগর,কলেজ ছাত্রদলনেতা রিদুয়ানুল ইসলাম রিদু,কাফি ও মহসিন কলেজ ছাত্রদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম,দিদারুল করিম মিনার,মুজাহিদসহ নেতৃবৃন্দরা।
চট্টগ্রাম কলেজ ছাত্রদল নেতা রিদুয়ান বলেন, আমদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিভাগীয় সহ- সাংগঠনিক সম্পাদক ব্যারিষ্টার মীর হেলালের নির্দেশনায় আমরা সাধারণ পথচারীদের মাঝে ইফতার বিতরণ করি। পর্যায়ক্রমে আমরা মাস ব্যাপি ইফতার বিতরণ করে যাব।
মহসিন কলেজ সদস্য সচিব জাহাঙ্গীর আলম বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সব সময় অসহায় মানুষদের মৌলিক চাহিদা পূরণ করার জন্য কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আমরা আজ থেকে প্রিয় নেতা মীর হেলাল ভাইয়ের নির্দেশনায় অসহায় মানুষদের মাঝে ইফতার বিতরণ আয়োজন করি। আমাদের এই কার্যক্রম মাস ব্যাপি চলবে।
এতে অন্যান্য নেতৃবৃন্দরা ও বক্তব্য রাখেন এবং সাধারণ মানুষদের পাশে থাকার অঙ্গিকার ব্যক্ত করেন।