ডেস্ক নিউজ:
উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের ০২ নং ওয়ার্ডের আবছার বাপের পাড়ার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ( রেজিঃ যুউঅ/০৮৬) আশার আলো যুব কল্যাণ পরিষদের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এই বছরও এলাকার সর্বস্তরের রোজাদারদের জন্য শুক্রবার
(৭ মার্চ) বাদে আছর ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন।
উক্ত দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন বিশিষ্ট আলেমেদ্বীন মাওঃ আব্দুল গনি উক্ত সংগঠনের সভাপতি ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব মোহাম্মদ হাশেম উদ্দিনের সঞ্চালনায় বাদে আছর ইফতার ও দোয়া মাহফিল শুরু হয়।
উক্ত মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী উখিয়া উপজেলা আমীর রাজাপালং এমইউ ফাজিল ডিগ্রী মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আবুল ফজল , প্রধান আলোচক পবিত্র মাহে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন এবং সুন্দর আয়োজনের জন্য সংগঠনের দায়িত্বশীলদেরকে অভিনন্দন জানান।
বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আল ফুয়াদ বালিকা দাখিল মাদ্রাসার সুপার উখিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা সোলতান আহমদ উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের সেক্রেটারি নুরুল হক অর্থ সম্পাদক সমাজ সেবক নুরুল আবছার,
সহ সভাপতি মনজুর আলম, সমিতির দায়িত্বশীল ও সকল সদস্যবৃন্দ।
উক্ত সংগঠনের মাধ্যমে এলাকার প্রায় ৫০০ জন রোজাদারকে ইফতার করানো হয় এবং সমাজ সেবায় অবদান রাখায় সংগঠনের উদ্যোগে যুবকদেরকে পুরষ্কিত করা হয়।
অত্র সংঘটনের সভাপতি সেক্রেটারি ও অর্থ সম্পাদক সংগঠনের সফলতা কামনা করেন ভবিষ্যতেও যাতে সমাজের কল্যাণে নিয়োজিত থাকতে পারি এই আশা ব্যক্ত করেন। ইফতার ও দোয়া মাহফিলে এলাকাবাসীর সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনের নেতৃবৃন্দ।