দৈনিক কক্সবাজার পোস্ট
ঢাকামঙ্গলবার , ৪ মার্চ ২০২৫
  1. অভিযোগ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. আরও
  5. কক্সবাজার
  6. কৃষি সংবাদ
  7. খেলা-ধুলা
  8. গণমাধ্যম
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম
  14. ফিচার
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

উখিয়ায় স্থলমাইন বিস্ফোরণে পা হারানো করিমের বাড়িতে  ইউএনও মোহাম্মদ কামরুল হোসেন চৌং

admin
মার্চ ৪, ২০২৫ ৬:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

আব্দুল্লাহ আল যোবাইর

একমুঠো অন্ন জোগাড় করতে প্রতিদিনের মত সীমান্ত পাহাড়ে লাকড়ি আনতে গিয়েছিল  আহত আব্দুল করিম (২২) ভাগ্যের কি নির্মম পরিহাস!
মিয়ানমারের আরাকান আর্মির পুঁতে রাখা স্হলমাইন বিস্ফোরণে কেড়ে নিল আব্দুল করিমের একটি পা! খবরটি মানবিক ইউএনও উখিয়ার নজরে আসার পর সাথে সাথে ছুটে যান উখিয়া রাজাপালং ইউনিয়নের  তুলাতলী গ্রামের নিবাসী আহত আব্দুল করিমের বাড়িতে মানবিক সহায়তা ও হুইলচেয়ার ও নগদ অর্থ নিয়ে উপজেলা নির্বাহী অফিসার  (ইউএনও)জনাব মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী।
গতকাল ০৩ মার্চ ২০২৫ খ্রি: সোমবার বেলা ১২ :০০ ঘটিকার দিকে নগদ অর্থসহ মানবিক সহায়তা নিয়ে ইউএনও আহত আব্দুল করিমের বাড়িতে উপস্থিত হয়।

বিভিন্ন মাধ্যমে জানতে পারি, সম্প্রতি মিয়ানমার সীমান্ত থেকে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে আব্দুল করিম (২২) এর পা বিচ্ছিন্ন হয়ে যায়। প্রথমে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার একটি পা হাঁটু পর্যন্ত কেটে ফেলেন। অর্থের অভাবে তাকে সেখান থেকে বাড়ি নিয়ে এসে বেসরকারি সংস্থার মাধ্যমে চিকিৎসা করলেও পুরোপুরি সূস্থ হয়নি। এখন পচন ধরেছে বিচ্ছিন্ন পা-য়ে। কিন্তু টাকার অভাবে চিকিৎসা করতে না পেরে দিন কাটাচ্ছেন বিছানায়।

পা হারানো আব্দুল করিম জানান, আমি দিনমজুর হিসেবে এলাকায় কাজ করি। সম্প্রতি ঘরের রান্না-বান্নার লাকড়ির জন্য সীমান্তের পাহাড়ে যাই। সেখানে স্থলমাইন বিস্ফোরণে আমার পা বিচ্ছিন্ন হয়ে গেলে স্থানীয়দের সহযোগিতায় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর এখন পচনধরা শুরু হয়েছে।
এখন এই পা অপারেশনের মাধ্যমে আমার জীবন ফিরে পেতে পারি। কিন্তু আমার অপারেশন করার মতো অর্থ না থাকায় বাড়িতে বিচ্ছিন্ন পা নিয়ে বিছানায়  কষ্টে দিন কাটাচ্ছি।

আহত করিম জানান, উখিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরীর মানবিক প্রচেষ্টায় নগদ অর্থ, চলাচলের জন্য হুইল চেয়ার, কম্বল এবং চালের বস্তা সহ  ব্যবস্থা করে দিয়েছেন আমাকে এবং ইউএনও স্যার  নিজে সরাসরি আমাকে দেখতে এসেছেন আমি “ইউএনও ” স্যারের প্রতি প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
ইউএনও’র  স্যারের মতো আরো যদি কেউ সামান্য সহযোগিতা করে তাহলে নতুন জীবন ফিরে পাবো।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী বলেন, বিভিন্ন মাধ্যমে খবর পেয়ে আমি সামান্য সহযোগিতা নিয়ে আব্দুল করিমের পাশে দাঁড়িয়েছি। তার পরিবারকে মনোবল না হারানোর জন্য সাহস দিয়েছি। আমি চেষ্টা করবো তাকে আরও কিভাবে সহযোগিতা করা যায় সে বিষয়ে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

কেনাকাটার আনন্দ ঈদ অফারে