আব্দুল্লাহ আল যোবাইর
অসাধু ও সিন্ডিকেট ব্যবসায়ীদের ঘুম কেড়ে নিয়েছে উখিয়া উপজেলা প্রশাসন, রমজানে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ ও সিন্ডিকেট ব্যবসায়ীদের রুখতে ধারাবাহিকভাবে মাঠে নেমেছে উখিয়া উপজেলা প্রশাসন।
রমজানের ১ম দিন ০২/০৩/২০২৫ ইং উখিয়া উপজেলা প্রশাসন উখিয়ার ব্যস্ততম ষ্টেশন কোর্টবাজারের বাজার মনিটরিং করে , ভোক্তাদের বিভিন্ন অভিযোগের ভিত্তিতে বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী ও উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) যারীন তাসনিম তাসিন।
অভিযোগের সত্যতা পেয়ে অসাধু ব্যাবসায়ীদেরকে অর্থ দন্ডে দন্ডিত করে।
প্রতিবছর দেখা যায় রমজান মাস যখন কড়া নাড়ে তখন এক শ্রেনীর অসাধু ব্যবসায়ী বাজারে আগুন লাগিয়ে দেয় ! যার ফলে মানুষের ক্রয় ক্ষমতার নাভিশ্বাস উঠে।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব কামরুল হোসেন চৌধুরী বলেন উখিয়া উপজেলার মধ্যে কোন অসাধু ব্যবসায়ী থাকতে পারবে না।
মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে ও দ্রব্য মূল্য উর্ধ্বগতি রোদ করতে উখিয়া উপজেলা প্রশাসন বদ্ধপরিকর।
তারই ধারাবাহিকতায় অদ্য ০৩/০৩/২০২৫ইং উখিয়া উপজেলার অন্যতম মরিচ্যা বাজারে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করে উখিয়া উপজেলা প্রশাসন।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ ভিত্তিতে অসাধু ব্যবসায়ীদেরকে ০৬ টি মামলা ৩৭০০০/= হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী।
উপজেলা প্রশাসনের সাথে সাথে উপজেলার বিভিন্ন বাজারে উখিয়া উপজেলার গনমাধ্যমে কর্মীরাও পর্যবেক্ষণ ও প্রশাসনের সাথে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছেন ,
উপজেলা প্রশাসন সাংবাদিকদের জানান উখিয়া উপজেলার মধ্যে কোন অসাধু ব্যবসায়ীদেরকে ব্যবসা করতে দেওয়া হবেনা, ব্যবসা করতে হলে সততা নিষ্ঠার সহিত ও আইন মেনে ব্যবসা করতে হবে।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণ করতে আমাদের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।