উখিয়া ক্ষুদ্র কুটিরশিল্প ও বস্ত্র মেলায় বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরামের উদ্যোগে তারুণ্যের অভিযাত্রিক”যুব নেতৃত্বাধীন স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায়, বৃহস্পতিবার দিনব্যাপী ফ্রী রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে꫰
বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরামের নির্বাহী সদস্য ওমর ফারুকের নেতৃত্বে
তারুণ্যের অভিযাত্রিক এর টিম লিডার ফাহিম ফায়সাল রাফির পরিচালনায় এই কর্মসূচি পালিত হয়꫰
এ কার্যক্রম পরিদর্শনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম উখিয়া শাখার সভাপতি আরাফাত চৌধুরী , সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান, উপস্থিত ছিলেন ,সহ-সভাপতি আব্দুল্লাহ আল জুবায়ের, সাংগঠনিক সম্পাদক, রিদয়ানুর রহমান, কোষাধ্যক্ষ এইচ কে রফিক উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক, মুনিকুল আলম রাহাত সহ প্রমুখ꫰
এ সময় বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম উখিয়া শাখার সভাপতি আরফাত চৌধুরীর বক্তব্যে তিনি বলেন,বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি একটি ভালো উদ্যোগ। এমন অনেকেই আছে যারা নিজের ব্লাড গ্রুপ জানে না। আজকের এই কর্মসূচির মাধ্যমে তারা নিজেদের রক্তের গ্রুপ সম্পর্কে অবগত হবে। এই মানবিক কাজের জন্য তারুণ্যের অভিযাত্রিক সংগঠনকে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম উখিয়া শাখার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা꫰ ভবিষ্যতে আপনারা আমাদের ডাকে আরও সাড়া দিবেন বলে আমি আশা করি꫰
তারুণ্যের অভিযাত্রিক এর টিম লিডার ফাহিম ফয়সাল রাফি বলেন, ‘ দেশের অধিকাংশ মানুষ তাদের নিজ একাংশ রক্তের গ্রুপ জানেনা꫰ আমরা বিনামূল্যে তাদের রক্তের গ্রুপ নির্ণয় করে দিচ্ছি এবং রক্তদানে উৎসাহী করার জন্য কাজ করছি। এই কার্যক্রম সফল করার জন্য যারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে তাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমাদের এই সংগঠন কক্সবাজার জেলা সহ বিভিন্ন জেলা থেকে কাজ করে যাচ্ছেন, শুধু ব্লাড গ্রুপ নির্ণয় নয় আরো বিভিন্ন ক্যাটাগরির কাজ করে যাচ্ছি আমরা, আজকে এই মানবিক কাজে সহযোগিতা করার জন্য, বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম কে আমাদের সাংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ভালোবাসা থাকবে꫰ ভবিষ্যতে আমাদের আরো উৎসাহিত করবেন বলে আশা করি꫰
উখিয়া ক্ষুদ্র কুটির শিল্প ও বস্ত্র মেলায় বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম উখিয়া শাখার পক্ষ থেকে অংশগ্রহণ করায়,তারুণ্যের অভিযাত্রিক
একটা যুব নেতৃত্বাধীন স্বেচ্ছাসেবী সংগঠন কে সম্মাননা স্মারক তুলে দেন, সংগঠনের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক মোহাম্মদ ইমরান ও সংগঠনের অন্যান্য
পরিদর্শনকারি সাংবাদিকবৃন্দ꫰
এ সময় উপস্থিত ছিলেন ,তারুণ্যের অভিযাত্রিক টিমের ফাহিম ফায়সাল রাফি,আফরিন ,দীপু বড়ুয়া,রবিউল হাসান রুবেল,রুবেল বড়ুয়া রাজ,নিশি বড়ুয়া,রিমন বড়ুয়া,রুফেল,রাজু বড়ুয়া সহ প্রমুখ꫰