দৈনিক কক্সবাজার পোস্ট
ঢাকাবৃহস্পতিবার , ২ জানুয়ারি ২০২৫
  1. অভিযোগ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. আরও
  5. কক্সবাজার
  6. কৃষি সংবাদ
  7. খেলা-ধুলা
  8. গণমাধ্যম
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম
  14. ফিচার
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

উখিয়ায়  সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাল দুই মোটরসাইকেল আরোহী যুবক

admin
জানুয়ারি ২, ২০২৫ ১০:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

কক্সবাজারের উখিয়ার থাইংখালী মরাগছতলা নামক মেইন রোডে মালবাহী  ট্রাককে ওভারটেক করতে গিয়ে যাত্রীবাহী বাস চাপায় মোটরসাইকেলের দুই আরোহী যুবকের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) বেলা ১২ ঘটিকার সময় উপজেলার থাইংখালী মরাগাছতলা গ্যাস পাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আবদুর রহমান (১৮) ও লিটন গাজী (১৮)নিহত লিটন গাজী সাতক্ষীরা তালা উপজেলার আনিস গাজীর ছেলে এবং আবদুর রহমান উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-১২ জি ৫ ব্লকের মোহাম্মদ রফিকের ছেলে বলে জানা গেছে।

শাহপুরী হাইওয়ে পুলিশের ইনচার্জ মাহবুল আলম জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি সামনে থাকা একটি ট্রাক গাড়িকে ওভারটেক করার চেষ্টাকালে পড়ে যায়। এসময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী যাত্রীবাহী বাস মোটরসাইকেল থেকে ছিটকে পড়া দুই আরোহীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী মারা যান। এই ঘটনায় দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি জব্দ করা হয়েছে।

ঘটনা প্রত্যক্ষদর্শীরা বলেন, মেরিজ সিগারেটের দুই কর্মী মোটরসাইকেলে বৃহস্পতিবার দুপুরে থাইংখালী থেকে উখিয়ার উদ্দেশ্যে আসার পথে বালুখালী মরাগাছতলা মোড়ের একটু আগে আসলে একটি ট্রাককে অতিক্রম করার চেষ্টাকালে পড়ে যায়। এসময় অপরদিক থেকে আসা দ্রুতগামী যাত্রীবাহী বাস মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুই আরোহীকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলে দুই আরোহী নিহত হন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইন জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। পরবর্তীতে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

কেনাকাটার আনন্দ ঈদ অফারে