কুতুবদিয়া প্রতিনিধি -কক্সবাজার:
কক্সবাজারের কুতুবদিয়ায় বড়ঘোপ ইউনিয়নের আমজাখালি গ্রামে অগ্নিকাণ্ড হয়েছে।
শনিবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার বড়ঘোপ ইউনিয়নের ৪নং ওয়ার্ড় আমজাখালিতে এ অগ্নিকাণ্ড হয়। এতে চার সহোদর ভাইয়ের চারটি বসতবাড়ি পুড়ে গেছে। আবু শামার ছেলে বেলাল, জয়নাল, জামাল, জমিরের বাড়ি পুড়ে যায়।
অগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাড়ির মালিকরা। তবে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্না ঘর থেকে আগুন লেগে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।
আগুনে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকরা জানান, রাত ১১ টার দিকে হঠাৎ আগুন লেগে মুহূর্তের মধ্যে আরও তিনটি বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কুতুবদিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট এবং কুতুবদিয়া থানা পুলিশ আগুন নিয়ন্ত্রণে আনে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।