পেকুয়া প্রতিনিধি:কক্সবাজারের পেকুয়ায় ডাম্পার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের হাজির বাজার এবিসি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিএনজিচালিত অটোরিকশাচালক পেকুয়ার টইটং ধনিয়াকাটার ছৈয়দ আলমের ছেলে মনিরুল মান্নান (২২), উপজেলার মগনামার সোনালী বাজার এলাকার ক্কারী আবদুর রহমান (৩৫), চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফিরোজ আহমদ ও তার স্ত্রী শাহীন আক্তার এবং তাদের ছয় মাসের শিশু সন্তান জাহেদ।
জানা যায়, পেকুয়া থেকে চট্টগ্রাম যাওয়ার পথে হাজির বাজার এলাকায় সিএনজিচালিত অটোরিকশাটিকে বিপরীতমুখী ডাম্পার ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা এ ঘটনায় আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে শিশুসহ পাঁচজনকে মৃত ঘোষণা করা হয়।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, টইটংয়ের হাজির বাজার এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও ডাম্পার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ পাঁচজন নিহত হন। ঘটনাস্থল থেকে ডাম্পারটি জব্দ করা হয়েছে।