পাকিস্তানে অনুষ্ঠিত হওয়া জাতীয় নির্বাচনের ফলাফল গণনা চলছে। নির্বাচনে এ পর্যন্ত পাওয়া ফলাফলে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দলের স্বতন্ত্র প্রার্থিরা এগিয়ে রয়েছে।
নির্বাচন কমিশন ঘোষিত ২২০ আসনের প্রাথমিক ফলাফলেও ইমরান-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা এগিয়ে রয়েছেন। দ্বিতীয় স্থানে আছে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল। তারপরই রয়েছে বিলাওয়াল ভুট্টো জারদারির দল।
অন্যদিকে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রকাশিত ফলাফলে ২৩৮ আসনে ৯৭ আসনে জয় পেয়েছেন ইমরান খানের সমর্থিত স্বতন্ত্র প্রার্থী। ৬৬ আসনে জয় পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লীগ। ৫১ আসনে জীয় হয়ে তৃতীয় অবস্থানে রয়েছে বিলাওয়ালের পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। আর ২৪টি আসনে জিতেছেন অন্য প্রার্থিরা।
পাকিস্তানের জাতীয় নির্বাচনে ২৬৫ আসনের মধ্যে এ পর্যন্ত বেসরকারিভাবে ২৩৮ আসনের ফল ঘোষণা করা হয়েছে। বাকি আছে মাত্র ২৭টি আসনের ফলাফল।
গতকাল বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) পাকিস্তানে ২৬৫ আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ২৬৬ আসনে নির্বাচনের কথা থাকলেও প্রার্থী নিহত হওয়ার কারণে একটি আসনে ভোট গ্রহণ স্থগিত করা হয়। সরকার গঠনে প্রয়োজন হবে ১৩৪ আসন। যদিও পাকিস্তান জাতীয় পরিষদের মোট আসনসংখ্যা ৩৩৬টি। এর মধ্যে ২৬৬ আসনে সরাসরি ভোট গ্রহণ হয়। আর ৬০ আসন সংরক্ষিত নারীদের জন্য ও ১০টি সংরক্ষিত সংখ্যালঘুদের জন্য।