দৈনিক কক্সবাজার পোস্ট
ঢাকাসোমবার , ২৮ অক্টোবর ২০২৪
  1. অভিযোগ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. আরও
  5. কক্সবাজার
  6. কৃষি সংবাদ
  7. খেলা-ধুলা
  8. গণমাধ্যম
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম
  14. ফিচার
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

উখিয়ার সকল আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার করার দাবি, যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশে সরওয়ার জাহান চৌধুরী।

admin
অক্টোবর ২৮, ২০২৪ ১০:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

হেলাল উদ্দিন, উখিয়াঃ

সংগ্রাম ঐতিহ্য সাফল্যের বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উখিয়া উপজেলা যুবদলের উদ্যোগে গত (২৭ অক্টোবর) রবিবার দুপুর ২ ঘটিকায় উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ডায়াবেটিস টেস্ট ক্যাম্পিং ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উখিয়া উপজেলা যুবদলের আহবায়ক এম সাইফুল রহমান সিকদার এর সভাপতিত্বে উপজেলা যুবদলের সদস্য সচিব খাইরুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান জননেতা সরওয়ার জাহান চৌধুরী।

অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য সরওয়ার জাহান চৌধুরী বলেন.. গত ১৬ বছরে আওয়ামীলীগ স্বৈরাচার সরকার একদলীয় শাসনব্যবস্থার মাধ্যমে দেশকে একটি তলাবিহীন জুরিতে পরিণত করেছে। আমাদের নেতাকর্মীদেরকে হাজার হাজার মিথ্যা ও গায়েবি মামলা দিয়েছে যার কারণে মাসের পর মাস কারাগারে ও বাড়ি থেকে পালিয়ে বেড়াতে হয়েছে। গত ৫ আগস্ট ছাত্রজনতার গণ আন্দোলনের মুখে স্বৈরাচার সরকারের পতন হয়েছে আমরা নতুনভাবে স্বাধীনতা পেয়ে। এই স্বাধীনতাকে আমরা কোনভাবেই ব্যর্থ হতে দিতে পারি না। প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন স্বৈরাচার সরকারের প্রধান শেখ হাসিনা দেশ ছেড়ে পালালেছে কিন্তু আওয়ামী লীগের ধূসর ও সন্ত্রাসী বাহিনী যারা ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে হামলা করেছে তারা এখনো প্রকাশ্যে কিভাবে চলাফেরা করে। অতিসত্বর এসব আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। তিনি আরো বলেন বিএনপি ও অঙ্গসংগঠনের কোন নেতাকর্মী যদি কোন অপকর্মে জড়িয়ে পড়ে সাথে সাথে তাদেরকে দল থেকে বহিষ্কার সহ আইনের হাতে তুলে দিবে বলে জানান। এ সময় তিনি আরো বলেন আমরা এদেশকে একটি নতুন ধারায় নিয়ে যাবো। যে দেশের স্বপ্ন দেখেছেন দেশ নায়ক তারেক রহমান। যে দেশে কোন বৈষম্য থাকবে না।আমরা সবাই সমমর্যাদা নিয়ে স্বাধীন ভাবে চলবো ও সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে বসবাস করব।

অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এম মোক্তার আহমদ, উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সোলতান মাহমুদ চৌধুরী, সিনিয়র যুগ্ম সম্পাদক তারেক মাহমুদ চৌধুরী রাজীব, সাংগঠনিক সম্পাদক আহছানউল্লা মণি, উখিয়া উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল মালেক মানিক, উপজেলা কৃষক দলের সদস্য সচিব জনতার চেয়ারম্যান সাদমান জামী চৌধুরী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আসফাত সাবিত চৌধুরী,  আব্দুল্লাহ আল মামুন, রিদুয়ানুর রহমান বাপ্পি, মনিরুল ইসলাম চৌধুরী,সোহেল রানা,উপজেলা ছাত্র দলের সদস্য সচিব রিদুয়ানুর রহমান,উপজেলা যুবদল নেতা ওসমান সরওয়ার সিকদার। অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ওলামাদলের কেন্দ্রীয় নেতা মাওলানা নুরুল হাসান আযাদ যুক্তিবাদী,উখিয়া উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক মোঃ সেলিম উদ্দিন, উপজেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক আলমগীর সিকদার হান্নান, উখিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি সাইফুল আলম ফরহাদ,সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম, সিনিয়র যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন পল্লান,রাজাপালং ইউনিয়ন উত্তর শাখা যুবদলের সভাপতি মোজাম্মেল হক, সিনিয়র সহ সভাপতি নুরুল ইসলাম শিবা,সাধারণ সম্পাদক ইসমাইল হাবিব,রাজাপালং দক্ষিণ ইউনিয়ন যুবদলের সভাপতি একালাস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রিদুয়ান সিদ্দিকি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জয়নাল আবেদীন,সিনিয়র যুগ্ম আহবায়ক মুর্শেদুল হক ভুট্টু, কৃষক দলের আহ্বায়ক মনির আহমেদ চৌধুরী,ছাত্রনেতা জাহাঙ্গীর আলম মোর্শেদ সহ উপজেলার প্রত্যেকটি ওয়ার্ড ও ইউনিয়নের  নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ যদি দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে কোন কর্মকাণ্ড চালায় তাহলে যুবদল তাদেরকে শক্ত হাতে দমন করবে। এ সময় তারা অন্তর্বর্তী সরকারকে অতি দ্রুত সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে নির্বাচনের দাবি জানান। যুবদলের নেতারা বলেন স্বৈরাচার সরকারের পতনের লক্ষ্যে সকল কর্মসূচিতে গত ১৬ বছর যুবদল রাজপথে অগ্রণী ভূমিকা পালন করেছে। এদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠায় যুবদল সবসময় জনগণের পাশে থাকবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করে। বক্তারা  অন্তর্বর্তী সরকারকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজারের সকল সিন্ডিকেট ভেঙে জনগণের ক্রয় ক্ষমতায় নিয়ে আসার আহ্বান জানান। সমাবেশ শুরু হওয়ার পূর্বে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয়,ডায়াবেটিস টেস্ট ক্যাম্পিং এর বিভিন্ন স্টোর পরিদর্শন করেন প্রধান অতিথি বিশেষ অতিথি সহ নেতৃবৃন্দরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

কেনাকাটার আনন্দ ঈদ অফারে