বিপ্লব দাশ, চকরিয়া প্রতিনিধি;::
কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিলে বজ্রপাতে রোকসানা আক্তার (১৮) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। বজ্রপাতে নিহত কিশোরী ওই ইউনিয়নের ৯নং ওয়ার্ড কোরালখালী গ্রামের জাগের আহমেদের মেয়ে।
ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে। বজ্রপাতে কিশোরী নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ওই কিশোরীর চাচাতো ভাই মোঃ আলমগীর।
এসময় তিনি বলেন, সন্ধ্যার দিকে বাড়ির পাশে মাঠ থেকে গরু আনতে গেলে হঠাৎ করে বজ্রপাত পড়ে তার জেঠাতো বোন রোকসানার মৃত্যু হয়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।