ইয়াছিন আরফাত
কক্সবাজার সদর উপজেলা প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ আগস্ট বৃহস্পতিবার প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলমের সঞ্চালনায় প্রেসক্লাবের সভাপতি আরিফুল্লাহ নূরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আব্দু শুক্কুর। এছাড়াও বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল আলম সিকদার, সহ-সভাপতি সায়েদ, অর্থ সম্পাদক জাফরুল ইসলাম রানা, সদস্য এডভোকেট মুজিবুল হক, শায়েক আহমেদ, ইকবাল চৌধুরী, মোঃ নুরুল ইসলাম, রমজান আলী, রাশেদুল আলম রাশেদ, মোঃ নোমান, ইয়াছিন আরাফাত প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দেশের চলমান পরিস্থিতিতে সাংবাদিকদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে হবে। দেশের বিভিন্ন প্রান্তে সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।বক্তারা আরো বলেন, কক্সবাজার সদর উপজেলায় সর্বপ্রথম আমাদের প্রেসক্লাব গঠিত হয়। সাংবাদিকতা ও রাজনীতিকে একসাথে মিশিয়ে একটি স্বার্থান্বেষী মহল প্রেসক্লাবের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সদর উপজেলা প্রেসক্লাব নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র করলে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে জানান নেতৃবৃন্দ।