দৈনিক কক্সবাজার পোস্ট
ঢাকামঙ্গলবার , ২৭ আগস্ট ২০২৪
  1. অভিযোগ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. আরও
  5. কক্সবাজার
  6. কৃষি সংবাদ
  7. খেলা-ধুলা
  8. গণমাধ্যম
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম
  14. ফিচার
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বন্যার্ত মানুষের পাশে ‘সংখ্যালঘু ছাত্র ঐক্য কক্সবাজার’

Kamrun Taniya
আগস্ট ২৭, ২০২৪ ১১:৩৫ অপরাহ্ণ
Link Copied!

রায়হান উদ্দিন । কক্সবাজার:::

দেশের বন্যাকবলিত অসহায় মানুষের মধ্যে ত্রাণ সহায়তা ও প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে সংখ্যালঘু ছাত্র ঐক্য, কক্সবাজার। দেশের প্রতিটি সংকটময় মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানোর কথা জানিয়েছে সংগঠনটির পক্ষ থেকে। 

গত শনিবার (২৪ আগষ্ট) থেকে এ কার্যক্রম শুরু হয়েছে বলে জানান সংখ্যালঘু ছাত্র ঐক্য কক্সবাজারের সমন্বয়ক অন্তর দে (বিশাল)।

এর ধারাবাহিকতা সোমবার (২৬ আগস্ট) চট্টগ্রামের ফটিকছড়ি থানার বন্যায় আক্রান্ত বিভিন্ন এলাকায় শুকনো খাওয়ার, বিশুদ্ধ পানি, ন্যাপকিন, কাপড়, গ্যাস লাইটার, মোমবাতি, ঔষধপত্র ও প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। 

এর আগে কক্সবাজারের ঈদঁগাও থানার বন্যায় কবলিত বিভিন্ন এলাকায় ত্রাণ সামগ্রী (চাল,ডাল,আলু,তেল,লবণ) বিতরণ করা হয়।

 

এই সময় উপস্থিত ছিলেন সংখ্যালঘু ছাত্র ঐক্য কক্সবাজারের সমন্বয়ক অন্তর দে বিশাল, রাসেল দে, আবির চৌধুরী, রাকর্ভি বণিক, জয় বৈদ্য, অনিক চক্রবর্তী, অভিষেক দাশ,শ্রীমন্ত দাশ , শিপ্লব দাশ শিবু, রুপা দে, ইমন ধর, অসীম দে, দোলা দে, নবরাজ পালসহ অনেকেই।

সংখ্যালঘু ছাত্র ঐক্য কক্সবাজারের সমন্বয়ক’রা বলেন,

‘সরকার পরিবর্তনের পরপরই দেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের মঠ-মন্দির, বাড়ি ব্যবসা প্রতিষ্ঠানের হামলা ও লুটপাটের ঘটনা ঘটে।

যার প্রতিবাদ জানাতে ও আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের দীর্ঘদিনের ৮ দফা একটি যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে আমাদের কক্সবাজারের হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ছাত্র ভাই বোনদের নিয়ে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি।

হটাৎ দেশের প্রাকৃতিক দূর্যোগ দেখা দিলে আপাতত  আমরা আমাদের আন্দোলন বন্ধ রেখে দেশের মানুষের সেবায় নেমে পড়ছি সকলের সহযোগিতায়।

বন্যার্ত ও অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। প্রায় ৫০০ বেশি বন্যার্ত পরিবারের কাছে এই ত্রাণ ও প্রাথমিক চিকিৎসা সেবা পৌঁছানোর ক্ষুদ্র প্রচেষ্টা।’

তারা আরও বলেন, ‘বানভাসি মানুষের কাছে ত্রাণ সহায়তার কাজে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের কাছ থেকে সহযোগিতা পেয়েছে সংখ্যালঘু ছাত্র ঐক্য। তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই আমরা। আমরা আশা করছি এইভাবে সরকার ও ধর্ম বর্ণ নির্বিশেষে সমাজের বিত্তবান মানুষ অসহায় মানুষের পাশে দাঁড়াবে। তাতে এই বন্যার্ত মানুষের দূর্ভোগ কিছুটা হলেও লাঘব হবে।’


উল্লেখ্য, সংখ্যালঘু ছাত্র ঐক্য কক্সবাজার, সংখ্যালঘু সম্প্রদায়( হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান) এর অধিকার আদায়ের অরাজনৈতিক একটি প্ল্যাটফর্ম।

তাদের ৮ দফা দাবী না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন পূনরায় চলবে বলে জানান সংগঠনটির সদস্যরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

কেনাকাটার আনন্দ ঈদ অফারে