দৈনিক কক্সবাজার পোস্ট
ঢাকাসোমবার , ১৯ আগস্ট ২০২৪
  1. অভিযোগ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. আরও
  5. কক্সবাজার
  6. কৃষি সংবাদ
  7. খেলা-ধুলা
  8. গণমাধ্যম
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম
  14. ফিচার
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

মহেশখালীতে পাহাড় ধসে বাবার মৃত্যু, আহত মেয়ে

Kamrun Taniya
আগস্ট ১৯, ২০২৪ ৩:৩৬ অপরাহ্ণ
Link Copied!

মিজবাহ উদ্দীন আরজু, (মহেশখালী) ::

মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের দক্ষিণ ঝাপুয়া বালাগুনিয়া পাড়া এলাকায় পাহাড় ধসে মাটি চাপা পড়ে আবদুশ শুক্কুর প্রকাশ মনু মিয়া (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন তার মেয়ে মোস্তারি (২৫)।

নিহত আবদুশ শূক্কুর মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউপিস্থ ঝাপুয়া এলাকার মকবুল সিকদারে পুত্র।

জানা যায়, ১৯ আগস্ট (সোমবার) সকাল ১০ টার দিকে বাড়ির পার্শ্ববর্তী পাহাড়ের একটি অংশ ধসে পড়লে এই ঘটনা ঘটে। আহত মোস্তারি (২৫) স্বামীর বাড়ী থেকে বাপের বাড়ীতে বেড়াতে আসলে এ দুর্ঘটনার শিকার হয় বলে জানান স্থানীয়রা। ঘটনাস্থল থেকে নিহত অবস্থায় আবদুশ শুক্কুরের মরদেহ উদ্ধার করে এলাকাবাসী। আহত মেয়েকে এলাকাবাসীর সহযোগিতায় চকরিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শী স্থানীয় তারেক আজিজ ছোটন জানান, সোমবার ভোরে অঝোর ধারায় বৃষ্টিপাত হয়েছে। সকাল ১০ টার দিকে তারা বাপ-মেয়ে রান্নাঘরে বসে আলাপকালে এ পাহাড় ধসের ঘটনা ঘটে প্রাণহানী হয়।

মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মীকি মারমা জানান, ভারী বৃষ্টিতে সকালে হঠাৎ পাহাড় ধসে রান্না ঘরে মাটি চাপা পড়লে মনু নামে একজনের মৃত্যু হয় এবং তার মেয়ে মোস্তারি আহত হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

কেনাকাটার আনন্দ ঈদ অফারে