রায়হান উদ্দিন কক্সবাজার।
রেকর্ড বৃষ্টিপাতে নদ-নদীর পানি বেড়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছেন নিম্নাঞ্চলের মানুষ। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল অব্যাহত আছে।
টানা বৃষ্টি, উজান পাহাড়ি ঢলের কারণে কক্সবাজারের প্রায় সব নদীর পানি বাড়তে শুরু করেছে।
গত কয়েকদিনের কক্সবাজারে বিভিন্ন স্থানে ভারি বষর্নের ফলে বাকঁখালি নদীর পানি বেড়েছে। ইতোমধ্যেই বাকঁখালী বিভিন্ন পয়েন্টে রাজারকুল শিকলঘাট ব্রীজ সংলগ্ন এলাকা, নয়াপাড়া,ভূতপাড়া ও মিঠাছড়ি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এ কারণে নদী ও হাওরের পানিতে তলিয়ে যাচ্ছে জেলার নিম্নাঞ্চল।
সাপ্তাহের শুরুতে প্রবল বৃষ্টির কারনে জেলার নদীগুলোতে পানি বাড়তে শুরু করে।সাপ্তাহ জুড়ে এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানায় কক্সবাজার আবহাওয়া অধিদপ্তর। রবিবার ও সোমবার টানা দুইদিনের ভারী বৃষ্টিপাতের কারণে বাকঁখালী নদীর পানি বেড়ে যাওয়া নদী ভাঙ্গনের কবলে পড়ছে।
স্থানীয় বাসিন্দা দিদারুল আলম জানায় বাকঁখালীর নদীর উপর নির্মাধীন ব্রীজের কারণে নদীর স্রোত বাঁধা গ্রস্ত হচ্ছে। ফলে ব্রীজের পাশ্ববর্তী এলাকায় নদী ভাঙ্গনের কারণে যেকোন মুহূর্তে বন্যার কবল পড়তে পারে বলে আশংকা থাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।
নদী ভাঙ্গনের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা রয়েছে। নদী ভাঙ্গনের কারণে তালিয়ে যেতে পারে পাশ্ববর্তী নিম্নাঞ্চল , ফসলি জমি, গবাদিপশু সহ গুরুত্বপূর্ণ মালামাল। আতংকিত লোকজন নির্ঘুম রাত কাটাচ্ছে।
তাদের গুরুত্বপূর্ণ মালামাল অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া চেষ্টা করতেছে বলে জানা যায়,,,
দেশের চলমান রাজনৈতিক সংকটের কারণে কোন স্থানীয় জনপ্রতিনিধির দেখা নেই বলে জানা যায়।
সৃষ্ট এই নদী ভাঙ্গন রোধে সকলে সরকারকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া আহবান জানায়।এই মুহূর্তে নদী ভাঙ্গন রোধ করা না গেলে পরেতে হতে বড় ধরনের ক্ষতির মুখে।