প্রেস বিজ্ঞপ্তি:
আল হেদায়াহ ফাউন্ডেশনের উদ্যোগে মাসব্যাপী রাস্তা সংস্কার প্রকল্পের কাজ উদ্বোধন করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান এ,আর গ্রুপের সম্মানিত চেয়ারম্যান সমাজ সেবক আজিজুর রহমান।
আল হেদায়াহ ফাউন্ডেশনের সহকারী পরিচালক সাংবাদিক আবদুল্লাহ আল যোবাইরের সার্বিক তত্ত্বাবধানে প্রকল্পের কাজ বাস্তবায়ন করা হয়।
গত ১জুন থেকে উখিয়া উপজেলা রত্নাপালং ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবহেলিত রাস্তা সংস্কার শুরু করে আল হেদায়াহ ফাউন্ডেশন ।
প্রকল্পের কাজ উদ্বোধন হয় রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া হারুন মার্কেট সংলগ্ন মাতবর পাড়া থেকে ভালুকিয়া পালং উচ্চ বিদ্যালয় পর্যন্ত ৫০০ মিটার রাস্তা ১২ জুন থিমছড়ি ষ্টেশন থেকে মিস্ত্রী বাপের পাড়া পর্যন্ত প্রায় ১ কি:মি: রাস্তা তুলাতলি পূর্বকুল ৫০০ মিটার রাস্তার কাজ সম্পন্ন করা হয়।
প্রায় ১ লক্ষ টাকা ব্যায়ে এই প্রকল্পের কাজ সম্পন্ন করে আল হেদায়াহ ফাউন্ডেশন।
প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব আজিজুর রহমান সহকারী পরিচালক আবদুল্লাহ আল যোবাইর,নির্বাহী সদস্য মোহাম্মদ হোসাইন নির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম, সমাজ সেবক সোহেল আয়াজ , সমাজ সেবক মুফিজুর রহমান , নির্বাহী সদস্য আব্দুল্লাহ আল মামুন, মোঃ রিদুয়ান ,মোঃ পারভেজ, মো: রায়হান ,মাওঃ আরফাত হোসেন, নুরুল আজিম ,ফয়েজ উদ্দিন ,উবাইদুল হক , ছৈয়দ হোছাইন মনিয়া, আব্বাস উদ্দিন ড্রাইভার , মোঃ কালু , ইমরান, তানভীর মো: ইব্রাহিম ,জাফর আলম , আবেদ,শহিদুল ইসলাম, শফিউল আলম ,রেজাউল করিম(১) রেজাউল করিম (২) মহি উদ্দিন ,রেজাউল করিম (৩) মোঃ ইউনুছ ,আব্দু রহমান , মোঃ হারুন রশিদ , রফিকুল ইসলাম, মোহাম্মদ আলম মোঃ ইউসুফ, শাহিদুল ইসলাম, মামুন ,রাশেল, দিদার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আল হেদায়াহ ফাউন্ডেশন মানুষের কল্যাণে কাজ করছে ভবিষ্যতেও করবে । যেকোন জরুরী অবস্থায় মানুষের পাশে থাকবে এবং মানুষের কাছের বন্ধু হয়ে কাজ করতে চাই আল হেদায়াহ ফাউন্ডেশন।