দৈনিক কক্সবাজার পোস্ট
ঢাকামঙ্গলবার , ৬ ফেব্রুয়ারি ২০২৪
  1. অভিযোগ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. আরও
  5. কক্সবাজার
  6. কৃষি সংবাদ
  7. খেলা-ধুলা
  8. গণমাধ্যম
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম
  14. ফিচার
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

অমর একুশে বইমেলায় প্রকাশ পেয়েছে হাসানুল বান্না তাসনীম এর “বিকৃত তাসি” বইটি

admin
ফেব্রুয়ারি ৬, ২০২৪ ২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

অমর একুশে বইমেলা ২০২৪ এ প্রকাশ পেয়েছে হাসানুল বান্না তাসনীমের প্রথম কাগুজে সন্তান ‘বিকৃত তাসি’। তার লেখা বইটি প্রকাশ করেছে নব সাহিত্য প্রকাশনী। অসাধারণ ডিজাইনের প্রচ্ছদটি করেছেন কারুধারা। ৬৪ পৃষ্ঠার বইটির প্রচ্ছদমূল্য ধরা হয়েছে মাত্র ২০০ টাকা। বইমেলায় নব সাহিত্য প্রকাশনীর ৩৮৪,৩৮৫ নম্বর স্টলে ২৫% ছাড়ে পাওয়া যাচ্ছে বইটি।

নতুন বইটি সম্পর্কে প্রকাশক জানান, এটি অসাধারণ একটি বই। যেখানে পাঠকরা পাবে একটি সুন্দর সিরাত, জ্ঞান, অসীম সাহস, সাহিত্যের আদি-অন্ত গল্প, অংশ উপন্যাস আর প্রেমিক-প্রেমিকার প্রশান্তি।

লেখক আরো বলেন– প্রিয় পাঠকরা মেলা থেকে বইটি সংগ্রহ করবে বলে আমি আশাবাদী। এটি আমার লেখা প্রথম বই। মেলার কনিষ্ঠ লেখকদের মধ্যে একজন হিসেবে বিবেচনা করা যায়। তাই সকলকে অনুরোধ করবো বইটি সংগ্রহ করতে। এটি প্রিয় মানুষদের উপহার দেয়ার মতো একটি অসাধারণ বই। শুক্রবার, শনিবার ছাড়াও ছুটির দিনগুলোতে বই মেলায় থাকবো ইনশাআল্লাহ। সকলে আসবেন। দেখা হোক, কথা হোক, কিছু ভালোবাসার বিনিময় হোক।

লেখক হাসানুল বান্না তাসনীম লেখালেখির পাশাপাশি কাজ করে যাচ্ছেন গরিব দুখী মানুষের জন্য। পথশিশুদের কাছে একটি ভালোবাসার জায়গাও তিনি। জুম বাংলাদেশের সাথে কাজ করে যাচ্ছেন পথশিশুদের নিয়ে। তাই মানুষকে তিনি যেভাবে ভালোবাসেন, তাকেও সেভাবে সকলে ভালোবাসবে বলে তিনি মনে করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।