মোঃ সেলিম হাসান :
অমর একুশে বইমেলায় ২০২৪-এ আসছে তানিয়া মাহি’র প্রথম রোমান্টিক ও রোমাঞ্চকর উপন্যাস “নীলকুরিঞ্জি। এ’গ্রন্থটি প্রকাশ করছেন নয়া উদ্যোগ প্রকাশনী। বইটির দৃষ্টিনন্দন প্রচ্ছদ এঁকেছে সাদিত উজ জামান।
প্রকাশিত বই সম্পর্কে তানিয়া মাহি বলেন –
প্রত্যন্ত গ্রাম। মুঠোফোন তখনো হাতে হাতে এসে পৌঁছায়নি। চারদিকে যোগাযোগ মাধ্যম হিসেবে প্রচলিত ছিল চিঠি আদান-প্রদান। এই সময়ে বেড়ে উঠছিল অসম্ভব সুন্দর একটা মেয়ে, নাম নীরা। মা তাকে আদর করে ‘নীলকুরিঞ্জি’ বলে ডাকতেন। আশেপাশের দুই চার, পাঁচ গ্রামে তার রূপের ধারেকাছেও কোন মেয়ে ছিলো না। মা- আনিসা বেগম, মেয়ের এই সুন্দর চেহারায় সবসময় ভীত থাকতেন। মেয়েকে মানুষ নামক শকুনের হাত থেকে রক্ষা করতে নিজে ভয়ংকর রূপ ধারণ করতে পিছপা হননি।
কী ঘটেছিলো নীরার পরিবারের সাথে আনিসা বেগম পেরেছিলো পরিবারকে রক্ষা করতে? কেন তিনি নিজের গ্রাম ছেড়ে মেয়েকে নিয়ে শহরে চলে এলেন? নীরা নিজে কি জ্ব*লন্ত শিখার ন্যায় জ্ব*লে উঠতে পেরেছিল!
নীরাকে ‘নীলপদ্ম’ নামে সম্বোধন করা পুরুষটি কে? তার সাথে সংসার করার স্বপ্নটি বাস্তবে রূপ নিতে পেরেছিল? নীরা আর সাদমানের প্রণয়ের শেষ পরিণতি কী হয়েছিল? সাদমান কি আজীবনের জন্য তার নীলপদ্মকে নিজের করে নিতে পেরেছিল?
প্রিয় পাঠক, জানতে হলে অবশ্যই বইটি পড়তে হবে।
উল্লেখ্য, লেখক তানিয়া মাহি অনার্স তৃতীয় বর্ষে পাবনা এডওয়ার্ড কলেজে পড়াশোনা করছেন। নীলকুরিঞ্জি তাঁর প্রথম বই।