জাহাঙ্গীর আলম উখিয়া কক্সবাজারঃ-
জমকালো আয়োজনের মধ্যে দিয়ে কক্সবাজারের উখিয়া উপজেলার বাণিজ্যিক স্টেশন কোটবাজারের মেসার্স তোফায়েল আহমেদ এর পেট্রোল পাম্পের জে,এসআর শপিংমল কোটবাজারের ২য় শাখা শুভ উদ্বোধন হয়েছেন।
শনিবার ( ০১ ই জুন ) বিকেলে উদ্বোধন অনুষ্ঠানে মাওলানা আব্দুর রহমানের কোরআন তেলোয়াতের মধ্যে দিয়ে জসিম উদ্দিন এর সভাপতিত্বে ও টিটু বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মনজুর আলম,আজফার সাবিত চৌধুরী , মুবিন চৌধুরী, প্রতিষ্ঠাতা সভাপতি জসিম উদ্দিন,মাওলানা আব্দুর রহমান ও জেএসআর শপিংমল এর সদস্য গণ ও সাংবাদিক বৃন্দরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা বলেন জেএসআর শপিংমল প্রতিষ্ঠাতা করতে আমরা ও আপনাদের মতো ইয়াং যুবকদের প্রচেষ্টায় ও আমাদের লক্ষ্য উদ্দেশ্য ও মনোযোগ প্রচেষ্টায় আজ উখিয়ার শত শত শিক্ষিত যুবকের কর্মসংস্থানের ব্যাবস্তা করতে সক্ষম হয়েছি ও জনগণ যেনে খুশী হবে যে পূর্বে আমাদের শপিং মল ছিল মরিচ্যা যার কারণে অনেক এ কোটবাজার ও উখিয়া থেকে কেনাকাটা করতে যেতো আজ থেকে কোটবাজারে নতুন একটি শপিং মল খুলেছি আমাদের শপিংমলে বিভিন্ন আইটেমের মালামাল রয়েছে। বাজারের অন্য দোকানের চেয়ে কম দাম উখিয়া উপজেলার জনগণ যেনে খুশী হবেন যে আমাদের থেকে আমাদের শপিং মল থেকে কেনাকাটা করলে একটি লাভ বোনাস গ্রাহকদের একাউন্টে এড হবেন।
আমাদের এই এগিয়ে যাওয়া ও স্মার্ট মানবিক বাংলাদেশ বির্নিমানে স্মার্ট সেবায় আমাদের মালামাল বিক্রি করি তাই আমাদের উড়তি সহ্য করতে না পেরে কিছু কুচক্রমহল আমাদের শপিং মলের বিরুদ্ধে মিথ্যা ও বিরতিহীন নানান গুজব ছড়ানো হচ্ছে উখিয়ার জনগণ কে একটি বার্তা জেএসআর শপিং মলের পক্ষ থেকে দিতে চাই আমরা, আমাদের সংগঠন কখনো আপনাদের জামানতে ক্ষতিগ্রস্ত করবো না আমরা উন্নয়ন রুপকার হিসেবে আগামীতে মানবিক সেবার লক্ষ্য একটি হাসপাতালের উদ্যাগ নিয়েছি।