নিজস্ব প্রতিবেদক ::
কক্সবাজারের মহেশখালীসহ ২০টি উপকূলীয় উপজেলায় বসবাসরত ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য স্থায়ী আবাসন ও জীবিকা প্রদানে কাজ করে যাবে বেসরকারি সংস্থা ইনিশিয়েটিভ ফর পিপলস সেলফ ডেভেলপমেন্ট (বাস্তব)। তাদের কে অর্থ সহায়তা করবে গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ) ও পল্লী কর্ম – সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। ২৯ মে (বুধবার) মহেশখালী উপজেলা হল রুমে সংস্থা টির নির্বাহী পরিচালক রুহি দাসের সভাপতিত্বে ও সহকারী পরিচালক রঞ্জিত চন্দ্র দাসের পরিচালনায় এক অবহিতকরন কর্মশলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মিকি মারমা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হায়দার, মহেশখালী কৃষি অফিসার নাছিরুল আলম, প্রাণী সম্পদ কর্মকর্তা নন্দন কুমার চন্দন, পিআইও কাউচার আহমদ, মহেশখালী কলেজের অধ্যক্ষ জসিম উদ্দিন, মহেশখালী উপজেলা প্রেসক্লাব সভাপতি জে এইচ এম ইউনুস।
কর্মশালায় বাস্তবের নির্বাহী পরিচালক রুহি দাস জানিয়েছেন, উপকূলীয় অঞ্চলে তারা শিক্ষা কর্মসূচি,প্রাথমিক স্বাস্থ্য সেবা সহয়তা প্রদান, ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর উন্নয়ন (ভিজিডি) কর্মসূচি,বয়স্ক মানুষদের জীবন যাত্রার মান উন্নয়ন কর্মসূচি, দরিদ্র দূরীকরণের লক্ষ্যে দরিদ্র পরিবার গুলির সম্পদ বৃদ্ধি এবং ক্রমবর্ধমান ক্ষমতা বৃদ্ধি কর্মসূচি ও সাংস্কৃতিক, ক্রীড়া কর্মসূচি নিয়ে ২০২৮ সাল পর্যন্ত পাঁচ বছর কাজ করবে। কর্মশালায় মহেশখালী মৎস্য কর্মকর্তা, মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ ন ম হাসান, মহেশখালী প্রেসক্লাবের সিনিয়র সদস্য আমিনুল হক বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্য, কর্মকর্তা,সংবাদ কর্মী ও মহেশখালীর বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে সংস্থাটির বিভিন্ন পদের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।